দাম্পত্য কলহের জেরে চলল গুলি, স্ত্রীকে 'খুনের চেষ্টা' স্বামীর

Published : Sep 09, 2020, 10:31 PM IST
দাম্পত্য কলহের জেরে চলল গুলি, স্ত্রীকে 'খুনের চেষ্টা' স্বামীর

সংক্ষিপ্ত

সুখ ছিল না বিবাহিত জীবনে স্বামী-স্ত্রী অশান্তি চলতই রোজই গুলিবিদ্ধ হলেন স্ত্রী ডায়মন্ড হারবারের ঘটনা  

পারিবারিক অশান্তির জেরে এবার চলল গুলি! স্ত্রীকে 'খুনের চেষ্টা' করল স্বামী। আক্রান্ত মহিলা গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। অভিযুক্ত পলাতক। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৩ পরগণার ডায়মন্ড হারবারে।

আরও পড়ুন: বিশ্বভারতী পাঁচিল ভাঙা কাণ্ডে অস্বস্তিতে রাজ্য়, হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

জানা গিয়েছে. আক্রান্তের নাম রেশমা বিবি। বাড়ি, ডায়মন্ড হারবারের নেতরা গ্রামে। বিবাহিত জীবনে সুখী ছিলেন না তিনি। স্বামী সামাদ হালদারের সঙ্গে অশান্তি লেগে থাকত রোজই। বুধবার সকালে যথারীতি স্বামী-স্ত্রী মধ্যে তুমুল অশান্তি বাঁধে।  এরপর আলমারি থেকে বন্দুক বের করে রেশমাকে লক্ষ্য করে সামাদ গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। শব্দ শুনে যখন প্রতিবেশীরা ছুটে আসেন, তখন দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ওই গৃহবধূ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আরও পড়ুন: চাকরির ডঙ্কা পেটাচ্ছে সরকার, কাজের আশা ছেড়ে চায়ের দোকান খুললেন ইঞ্জিনিয়ার

আরও পড়ুন: 'লকডাউন করে লাভ হচ্ছে না, বিজেপিকে আটকানো চেষ্টা', বর্ধমানে বিস্ফোরক দিলীপ

সংসার অশান্তি ছিল। তা বলে যে গুলি চালিয়ে স্বামী স্ত্রীকে খুনের চেষ্টা করবে , তা ভাবতে পারেননি কেউই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সামাদ হালদার। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর