অন্তঃসত্ত্বা বউমাকে কুপ্রস্তাব শ্বশুরের, বাবার কুকীর্তির প্রতিবাদে থানায় মেয়ে

Published : Jul 02, 2019, 12:54 PM ISTUpdated : Jul 02, 2019, 12:56 PM IST
অন্তঃসত্ত্বা বউমাকে কুপ্রস্তাব শ্বশুরের, বাবার কুকীর্তির প্রতিবাদে থানায় মেয়ে

সংক্ষিপ্ত

দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুরের ঘটনা নিজের অন্তঃসত্ত্বা বউমাকেই কুপ্রস্তাব শ্বশুরের ঘটনায় প্রতিবাদ অভিযুক্তের স্ত্রী, মেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

অন্তঃস্ত্বা বউমাকেই কুপ্রস্তাব দিয়ে গ্রেফতার হল শ্বশুর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার অন্তর্গত বামুনঘাটা এলাকায়। শুধু কুপ্রস্তাব দেওয়াই নয়, শ্বশুরের বিরুদ্ধে মারধরের অভিযোগও এনেছেন মহিলা। বাবার কুকীর্তির কথা জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন অভিযুক্তের মেয়েও। এর পরেই সত্যেন্দ্রনাথ সিং নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সুত্রে খবর, অভিযোগকারী মহিলার স্বামী পেশায় মৎস্যচাষি। তাই ভোরবেলাই তিনি কাজে বেরিয়ে যান। এই সুযোগেই নিজের বউমার সঙ্গে অশালীন আচরণ শুরু করে অভিযুক্ত সত্যেন্দ্রনাথ। বর্তমানে ওই মহিলা ছ' মাসের অন্তঃসত্ত্বা। 

আরও পড়ুন- শিশুদের সামনেই মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ, ক্যানিংয়ে আতঙ্কে পরিবার

বউমার সঙ্গে অশালীন আচরণের কথা জানতে পেরে সত্যেন্দ্রনাথের স্ত্রীও তাকে বাধা দেন। অভিযোগ, তার জন্য নিজের স্ত্রীকেও মারধর করে অভিযুক্ত। বাবার এই কুকীর্তির কথা জানতে পেরে প্রতিবাদ করেন সত্যেন্দ্রনাথের মেয়েও। শেষ পর্যন্ত সোমবার  অভিযুক্ত শ্বশুরের নামে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন বউমা। অভিযুক্তের মেয়েও বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।এর পরই সত্যেন্দ্রনাথ সিংকে গ্রেফতার করে পুলিশ। এ দিনই তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। 

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান