অন্যের সন্তান, সন্দেহের বশেই সদ্যোজাতকে আছড়ে খুন করল বাবা

Published : Sep 07, 2019, 03:12 AM IST
অন্যের সন্তান, সন্দেহের বশেই সদ্যোজাতকে আছড়ে খুন করল বাবা

সংক্ষিপ্ত

মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঘটনা নিজের সদ্যোজাত পুত্রসন্তানকে আছড়ে খুন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ  

নিছক সন্দেহ আর রাগের বশে নিজের সদ্যোজাত সন্তানকে মায়ের সামনেই মাটিতে আছড়ে খুন করল  মদ্যপ বাবা। নৃশংস এই ঘটনা ঘটেছএ হরিহরপাড়া থানা এলাকার বিশারদগঞ্জ এলাকায়।  পালানোর চেষ্টা করলেও অভিযুক্তকে শেষ পর্যন্ত গ্রেফতার করে পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর,বছর কয়েক আগে  সোনালি সরকারের নামে এক তরুণীর সঙ্গে ভালোবেসেই বিয়ে হয় পেশায় ঠিকা শ্রমিক বিজয় সরকারের। সম্প্রতি তাঁদের একটি পুত্রসন্তান হয়। কিন্তু কিছুদিন ধরেই ওই দম্পতির মধ্যে নানা কারণে বিবাদ চলছিল বলেই প্রতিবেশীরা জানিয়েছেন। 

শুক্রবার বিকেলের পরে বাড়ি ফিরে বিজয় স্ত্রী সোনালির সঙ্গে ঝগড়া শুরু করে। ওই সন্তান তার নয় বলেও দাবি করে সে। কিছু বুঝে ওঠার আগেই বিছানা থেকে সদ্যোজাতকে তুলে মেঝের উপর আছাড় মারে ওই যুবক। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এর পরেই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু শুক্রবার রাতেই হরিহরপাড়া থেকে ডোমকল যাওয়ার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। 

ধৃতকে শনিবার আদালতে তোলা হবে। ছেলের মৃত্যুতে দিশেহারা মা সোনালি বলেন, 'আমার স্বামীর উপযুক্ত শাস্তি হওয়া চাই।'

PREV
click me!

Recommended Stories

২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে