স্ত্রীর সঙ্গে 'অবৈধ সম্পর্ক', সন্দেহের বশে ভায়রাকে কোপ স্বামীর

  • সন্দেহ থেকে ছাড় পেল না কাছের আত্মীয়।
  • স্ত্রীর সঙ্গে ভায়রার অবৈধ সম্পর্ক সন্দেহে ভায়রাকে বঁটি দিয়ে কোপ
  •  গুরুতর আহত‌‌‌ অবস্থায় আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
  •  

সন্দেহ থেকে ছাড় পেল না কাছের আত্মীয়। স্ত্রীর সঙ্গে ভায়রার অবৈধ সম্পর্কের অভিযোগে ভায়রাকে বঁটি দিয়ে এলোপাথারি কোপ মারল স্বামী।। গুরুতর আহত‌‌‌ অবস্থায় আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে রক্ত মাখা ধারালো বঁটি। 

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ উত্তম দাস ধারালো বঁটি নিয়ে ভায়রা অশোক দাসের ওপর চড়াও হয়। চলে এলোপাতাড়ি বঁটির কোপ। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন আক্রান্ত। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।
 
পরে তাঁকে প্রতিবেশীরাই তড়িঘড়ি হাবড়া হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই গলায় তেত্রিশটি সেলাই পড়েছে আক্রান্তের। পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। পরে উত্তেজিত জনতার হাত থেকে আহত উত্তম দাসকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসে পুলিশ। উদ্ধার করা হয় রক্তাক্ত ধারালো বঁটি। বুধবার রাতেই অভিযুক্ত উত্তম দাসকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানা।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র
'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে সংঘাতের পর প্রতিক্রিয়া Abhijit Ganguly-র