প্রকাশিত হল এশিয়ানেট নিউজ শারদ সম্মানের জেলার প্রথম বাছাই তালিকা

Published : Sep 25, 2019, 11:53 PM ISTUpdated : Sep 26, 2019, 12:14 AM IST
প্রকাশিত হল এশিয়ানেট নিউজ শারদ সম্মানের জেলার প্রথম বাছাই তালিকা

সংক্ষিপ্ত

এশিয়ানেট নিউজ বাংলা প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও করা হবে সম্মানিত  বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও জেলার যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ প্রথম বাছাই তালিকায় স্থান পেয়েছেন, প্রকাশিত হল সেই তালিকা

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। জেলার পুজো মানেই থিমের দৌড়ে এগিয়ে থাকার লড়াই। আবার তার মাঝে রয়েছে সাবেকিয়ানার নস্ট্যালজিয়াও। আর এই লড়াইয়েই কারা থাকছেন সেরার সেরার চূড়ান্ত লড়াইয়ের তালিকায়, তাই জানাচ্ছে 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'। 
 

দার্জিলিং- শিলিগুড়ি সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন

জলপাইগুড়ি- কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি

জলপাইগুড়ি- বামনপাড়া যুবক সঙ্ঘ

মালদহ- বালুচর কল্যাণ সমিতি

 দক্ষিণ দিনাজপুর- বালুরঘাট মহামায়া ক্লাব

দক্ষিণ দিনাজপুর- বালুরঘাট ত্রিধারা

নদিয়া- দিশারী ক্লাব

দক্ষিণ চব্বিশ পরগণা- নরেন্দ্রপুর গ্রিন পার্ক

দক্ষিণ চব্বিশ পরগণা- ইলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ

হাওড়া- বাল্টিকুরি সবুজ সঙ্ঘ

পূর্ব মেদিনীপুর- বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সঙ্ঘ

পশ্চিম বর্ধমান- দুর্গাপুর ডুমুরতলা পুজো কমিটি

পূর্ব বর্ধমান- ইছলাবাদ কিরণ সঙ্ঘ

পূর্ব বর্ধমান- ময়ূর মহল

উত্তর চব্বিশ পরগণা- বারাসত সবুজ সঙ্ঘ দুর্গাপুজো কমিটি
 

PREV
click me!

Recommended Stories

বসিরহাটে ২ হাজার ভোটারকে শুনানিতে ডাক, প্রতিবাদে রাস্তায় মোদীর কুশপুতুল দাহ | Basirhat Sir News
বসিরহাটে ২ হাজার ভোটারকে শুনানিতে ডাক, প্রতিবাদে রাস্তায় মোদীর কুশপুতুল দাহ