সাত বছরের নাবালিকাকে নিগ্রহ, কান ধরে গ্রামে ঘোরানো হল অভিযুক্তকে

Published : Aug 10, 2019, 05:00 PM IST
সাত বছরের নাবালিকাকে নিগ্রহ, কান ধরে গ্রামে ঘোরানো হল অভিযুক্তকে

সংক্ষিপ্ত

সাত বছরের এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণ অভিযুক্ত এক দোকান মালিক কান ধরে অভিযুক্তকে এলাকায় ঘোরানো হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা  


সাত বছরের ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। কান ধরে এলাকায় ঘোরানো হল অভিযুক্ত দোকানদারকে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। 

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রানা গ্রামে। অভিযোগ, এলাকারই বাসিন্দা তৃতীয় শ্রেণির এক ছাত্রী দোকানে চকোলেট কিনতে তাকে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে গিয়ে অশালীন আচরণ করে ওই দোকানের মালিক মদন চক্রবর্তী নামে এক যুবক। এ কথা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। 

অভিযুক্ত দোকানদারকে নিয়ে সালিশি সভা বসানো হয়। সালিশি সভার সিদ্ধান্ত মতো অভিযুক্তকে এলাকায় কান ধরে ঘোরানো হয়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিষয়টি জানাজানি হয়। যদিও, এই ঘটনা নিয়ে স্থানীয় দাসপুর থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনা সম্বন্ধে কিছু বলতে নারাজ এলাকাবাসীও।
 

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু