ভয়াবহ তথ্য এলো সামনে, এক মাস ধরে মণীশ আততায়ীরা লুকিয়ে ছিল ঢিল ছোঁড়া দূরে

  • মণীশ শুক্লর আততায়ীরা লুকিয়ে ছিল সামনেই
  • দীর্ঘ একমাস ধরে হাতের কাছেই ঘুরে বেড়িয়েছে তারা
  • তদন্তে নেমে ভয়াবহ তথ্য আবিষ্কার করল পুলিশ
  • এক নির্মিয়মাণ ফ্ল্যাটেই ছিল তাদের আস্তানা

রবিবার ভরসন্ধ্যায় প্রকাশ্যে খুন মণীশ শুক্ল। কীভাবে সম্ভব হল! রে রে পড়েগিয়েছিল সর্বত্র। কীভাবে খুন, কখন কেন, নানা প্রশ্ন উঠে এসেছে সাধারণের মনে। পুলিশ প্রশাসণকেও কটাক্ষ করতে ছাড়েনি দলীয় কর্মীরা। অথচ সেই পুলিশই দুদিনের মাথায় সামনে তুলে ধরল ভয়াবহ তথ্য। হটকারিতায় খুন নয়। রীতিমত পরিকল্পণা মাফিক ছক করে খুন করা হয়েছে মণীশকে। বর্তমানে সিবিআই-য়ের হাতে তদন্তের ভার গেলেও, মণীশের খুনে যুক্ত আততায়ীদের ঠিকানার হদিশ পেল পুলিশ। 

খুনের স্পট থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এক নির্মিয়মাণ ফ্ল্যাটের মধ্যেই লুকিয়ে ছিল তারা। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে পুলিশ ওই বাড়ির ঠিকানা। নাসির খান নামক এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ হদিশ পায় এই বাড়ির। সেখান থেকে উদ্ধার হয় তাঁদের ব্যবহার করা জিনিস, বিছানা বালিশ প্রভৃতি। অনুমান করা হচ্ছে এখান থেকেই নিত্য চলত নজরদারি, পরিকল্পনা করেই খুন করা হয় মণীশকে। এই ফ্ল্যাটে তিন থেকে চারজন যুবক ভাড়া থাকতেন। 

Latest Videos

এই ফ্ল্যাটে থাকা অজ্ঞাত পরিচয়ের যুবকেরা এখন বেপাত্তা। স্থানীয়দের কথায় তাঁদের কখনই দেখা যায়নি সেভাবে। একজন এসে দুবেলা খাবার দিয়ে যেত। কিন্তু তারা সব সময় মুখে মাস্ক দিয়ে থাকত। তাই সেভাবে চেনা যেত না। মণীশ খুন হওয়ার পর থেকেই এলাকাতে তাদের আর দেখা যায়নি। এরা স্থানীয় নয়, তাই গোয়েন্দা বিভাগের ধারনা, মণীশের সুপারি দিয়ে কেউ বা কারা ভিনরাজ্য থেকে ছেলেদের নিয়ে এসেছিল। এই ফ্ল্যাটে খুররমকেও যেতে দেখা গিয়েছে বেশ কয়েকবার। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari