'জনগণের টাকা ফেরত দাও', তৃণমূল নেতাদের হুমকি দিয়ে এবার মাওবাদীদের পোস্টার বীরভূমে

  • বিধানসভা ভোটের মুখে ফের মাওবাদী পোস্টার
  • লালকালিতে লেখা পোস্টারে আতঙ্ক ছড়াল বীরভূমে
  • দাবি তোলা হয়েছে জনগণের টাকা ফেরতের
  • প্রাণনাশের হুমকি স্থানীয় তৃণমূল নেতাদেরও

আশিষ মণ্ডল, বীরভূম:  লাল কালিতে লেখা মাওবাদীদের পোস্টারে এবার আতঙ্ক ছড়াল বীরভূমে। জনগণের টাকা ফেরত ও তৃণমূল নেতাদের খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল পাড়ুই-এর তিনটি গ্রামে। খবর পেয়ে পোস্টারগুলি ছিঁড়ে দেয় পুলিশ।

আরও পড়ুন: খাঁচার ভিতরে শাবককে 'মেরে খেল' মা চিতা, শোরগোল বর্ধমানে

Latest Videos

বিধানসভা ভোটের কি ফের মাওবাদীরা সক্রিয়রা হচ্ছে? বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত তিনটি গ্রাম। গোপালবাগ, চৌমণ্ডলপুর ও হাঁসরায় বুধবার সকালে লাল কালিতে লেখা পোস্টার নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। স্লোগানের কায়দায় পোস্টারে লেখা, 'জীবন দাও, জনগণের টাকা ফেরত দাও'! কাদের প্রাণনাশের হুমকি দিল মাওবাদীরা? পোস্টারে ইলামবাজার ব্লক সভাপতি জাফারুল শেখ, সহ সভাপতি ফজলুর রহমান-সহ তৃণমূলের তেরোজন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না কেউ। তবে এমন পোস্টারে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিকে এই ঘটনার বিজেপি দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের ইলামবাজার ব্লকের সহ-সভাপতি ফজলুর রহমান। তাঁর দাবি,  'বিজেপির কোন সংগঠন নেই। তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই-এ পারছে না। তাই রাতের অন্ধকারে মাওবাদীদের নামে পোষ্টার দিয়ে আতঙ্ক ছড়াতে চাইছে। আমরা এটা বরদাস্ত করব না।'  বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের পাল্টা দাবি, 'তৃণমূল নেতারা কাটমানি নিতে অভ্যস্ত। ভাগ-বাঁটোয়ারা নিয়ে গন্ডগোলে জেরে পোস্টার পড়েছে। বিজেপির সঙ্গে এর কোনও যোগ নেই।' তাঁর আরও বক্তব্য, তৃণমূল এখন মাওবাদীকে দলের রাজ্য কমিটিতে জায়গা দিয়েছে। ফলে কারা মাওবাদীদের দল, তা সবাই বুঝতে পারছে।'

আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে ফের ধস নামল সেবকে, জাতীয় সড়কে বন্ধ যান চলাচল

উল্লেখ্য,  দিন কয়েক আগে রাস্তার তৈরির কাজ বন্ধের হুমকি দিয়ে মাওবাদীদের পোস্টার পড়েছিল ঝাড়গ্রামের বেলপাহাড়িতে।  পোস্টা লাগানো হয়েছিল রাস্তার ধারে লাইটপোস্টে, দোকানে, এমনকী দাঁড়িয়ে থাকা গাড়িতেও। ঘটনার জেরে যথারীতি আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এবার বীরভূমের নিজেদের উপস্থিতি জানান দিল মাওবাদীরা।

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল