দক্ষিণেশ্বরে বাস টার্মিনাসে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১

Published : Apr 28, 2021, 12:07 PM ISTUpdated : Jun 01, 2021, 01:19 PM IST
দক্ষিণেশ্বরে বাস টার্মিনাসে বিধ্বংসী আগুন,  অগ্নিদগ্ধ হয়ে মৃত ১

সংক্ষিপ্ত

দক্ষিণেশ্বরে বাস টার্মিনাসে ভয়াবহ অগ্নিকাণ্ড  ভয়াবহ অগ্নিকাণ্ডে  অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারাল ১   জানা গিয়েছে, মৃত ব্য়াক্তি ছিলেন গ্যারেজেই কর্মী এই ঘটনায় শোকস্তব্ধ দক্ষিণেশ্বরের গোটা এলাকা 

দক্ষিণেশ্বরে বাস টার্মিনাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে প্রায় ভস্মীভূত দক্ষিণেশ্বরের বাস টার্মিনাস। পুড়ে গিয়েছে অসংখ্য বাস। আরও মর্মান্তিক খবর এটাই যে, সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারাল একজন। 

আরও পড়ুন, করোনা আক্রান্ত অধীর, আরোগ্য কামনায় কীরিটেশ্বরী মন্দিরে হোম যজ্ঞে অনুগামীরা  


সূত্রের খবর, মঙ্গলবার রাত তখন প্রায় ১২ টা। আচমকাই দক্ষিণেশ্বরে বাস টার্মিনাসে আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুত খবর পাঠানো হয় দমকলে। তবে দমকলের ইঞ্জিন আসার আগেই ভয়াবহ আকার ধারণ করে আগুন ওই  বাস টার্মিনাসে। লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা গ্যারাজে। আগুন ধরে যায় একাধিক বাসে।  ঘটনাস্থলে এসে পৌছয় দমকলের ৩ ইঞ্জিন। যুদ্ধকালীব তৎপরতায় নেভানো হয় আগুন নেভানোর কাজ। আগুন নিয়ন্ত্রনে আসতেই জানা যায় ওই মর্মান্তিক খবর। ভয়াবহ আগুন গ্যারাজের থেকে চেষ্টা করেও বেরোতে পারেননি এক ব্যক্তি।  অগ্নিদগ্ধ হয়ে শেষ অবধি প্রাণ হারান তিনি। 

আরও পড়ুন, সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল আসাম-উত্তরবঙ্গ, সাহায্য় বার্তা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর  


 
যদিও পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়াও হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, অগ্নিদগ্ধ হয়ে মৃত ব্য়াক্তি ওই গ্যারেজেই কাজ করতে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ দক্ষিণেশ্বরের গোটা এলাকা। তবে কী আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, গ্য়ারাজে রাখা গ্যাস সিলিন্ডার ফেটেই দ্রুত ছড়িয়েছে ওই আগুন। উল্লেখ্য, একুশ সালে পা দিয়েই একের পর এক অগ্নিকাণ্ড শহরে হয়েই চলেছে। কতটা সজাগ এনিয়ে প্রশাসন, প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরাও.

PREV
click me!

Recommended Stories

Asha Workers Protest: কলকাতার পথে রুখে দেওয়া হল আশা দিদিদের! এর প্রতিবাদে জেলায় জেলায় তীব্র অশান্তি
সভাপতি নীতীন নবীনকে নিয়ে গান বাঁধলেন মৈথিলি ঠাকুর, ভিডিও ভাইরাল | Maithili Thakur | Nitin Nabin