বির্সজনের আগেই পুড়ল মণ্ডপ, ফের দুর্গাপুজো করার সিদ্ধান্ত উদ্যোক্তাদের

  • দুর্গাপুজোর শেষবেলায় ঘটল দুর্ঘটনা
  • বাজির আগুনে ভষ্মীভূত মণ্ডপ
  • লেলিহান শিখায় পুড়ল প্রতিমাও
  • রামপুরহাটের ঘটনা
     

আশিষ মণ্ডল, বীরভূম: চারদিনের পুজো মিটেছে নির্বিঘ্নেই। বিসর্জনের আগে বাজির আগুনে ভষ্মীভূত হয়ে গেল মণ্ডপ। পুড়ে দিয়েছে প্রতিমাও। একাদশীর সন্ধ্যায় আতঙ্ক ছড়াল বীরভূমের রামপুরহাটে। 

আরও পড়ুন: প্রতিমার সঙ্গে বিসর্জন আরও ৫টি তরতাজা প্রাণের, দশমীতে গভীর শোকের ছায়ায় ডুবল মুর্শিদাবাদ

Latest Videos

রামপুরহাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে হাটতলা সার্বজনীন দুর্গোৎসব। এবছর পূজো ৬৭ বছরের পড়ল। টেরপ্রতিবছর যেমন হয়, এবার তেমনই দ্বাদশীর দিনে অর্থাৎ বুধবার প্রতিমা নিরঞ্জন হওয়ার কথা ছিল। কিন্তু তার ঘটে ঘটল বিপত্তি। সোমবার সন্ধ্যার দিকে আচমকাই দাউদাউ করে জ্বলতে শুরু করে পুজো মণ্ডপ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে যখন দমকল ঘটনাস্থলে পৌঁছয়, ততক্ষণে সবশেষ। মণ্ডপের আর কিছুই অবশিষ্ট ছিল না, এমনকী, পুড়ে গিয়েছে প্রতিমাও।

আরও পড়ুন: বাড়ির সামনে বিজেপি সমর্থককে গুলি করে খুন, দশমীর রাতে রক্ত ঝরল কোচবিহারে

হাটখোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত রায় বলেন,  'আমরা আগেই বলেছিলাম মণ্ডপের সামনে কেউ বাজি পোড়াবে না। তা সত্ত্বেও রকেট বাজি পোড়ান হয়েছে। সেই রকেটের আগুন গিয়ে পড়ে মণ্ডপের উপরের ত্রিপলে। কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। চোখের সামনে সমস্ত মণ্ডপ এবং প্রতিমা পুড়ে যেতে দেখলাম। দমকল আসার আগেই সব পুড়ে যায়। তবে দমকল কর্মীরা সম্পূর্ণ আগুন নিভিয়ে তারপর ফিরে যান। আবার আমরা পুজো করব সিদ্ধান্ত নিয়েছি। সব ঠিকঠাক থাকলে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় মায়ের আরাধনা করব।'

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের