বিধানসভাতেও জয় শ্রীরাম, জয় হিন্দ, বিধায়কদের ধমক অধ্যক্ষের

  • শপথ নিয়ে জয় শ্রীরাম বললেন বিজেপি বিধায়ক
  • পাল্টা জয় হিন্দ বললেন তৃণমূল বিধায়ক
  • অধ্যক্ষের নিষেধও শুনলেন না বিধায়করা
  • ক্ষোভ প্রকাশ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
     

লোকসভার ছায়া পড়ল বিধানসভাতেও। শপথ বাক্য পাঠ করার পরে কেউ বললেন জয় শ্রীরাম, কেউ বললেন জয় হিন্দ। যার জেরে ক্ষুব্ধ হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। 

মঙ্গলবার লোকসভায় শপথবাক্য পাঠ করার পরে বিজেপি-র বেশ কিছু সাংসদ জয় শ্রীরাম ধ্বনি দেন। তার পাল্টা তৃণমূল সাংসদরা জয় হিন্দ, জয় বাংলার মতো স্লোগান দিতে থাকেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কালী মন্ত্রও পাঠ করে ফেলেন।

Latest Videos

এ দিন রাজ্য বিধানসভায় উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথগ্রহণ ছিল। লোকসভার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিশ্চিত করতে আগাম সতর্কতা নেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। লিখিত বয়ানের বাইরে কেউ যাতে শপথগ্রহণের সময় অন্য কোনও স্লোগান না দেন বা কিছু না পড়েন, তা নতুন বিধায়কদের আগাম জানিয়ে রাখেন তিনি। 

তার পরেও অবশ্য মালদহের হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু শপথবাক্য পাঠ করার পরে জয় শ্রীরাম ধ্বনি দেন। আবার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি শপথগ্রহণের শেষে জয় হিন্দ বলে ওঠেন। এতেই বিরক্তি প্রকাশ করেন অধ্যক্ষ। বিমানবাবু বিধায়কদের বলেন, 'আমি বার বার আপনাদের নিষেধ করেছিলাম লিখিত বয়ানের বাইরে অতিরিক্ত কিছু না বলতে। তার পরেও কেন আপনারা স্লোগান দিলেন?' শপথ বাক্যের বাইরে উচ্চারিত অংশ রেকর্ড থেকে বাদ দিতেও নির্দেশ দেন অধ্যক্ষ। পার্থ চট্টোপাধ্যায়, আব্দুন মান্নানের মতো সিনিয়র বিধায়করাও এই ঘটনার নিন্দা করেন।

Share this article
click me!

Latest Videos

Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল
শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ Kunal Ghosh-এর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
পাসপোর্ট চক্রে গ্রেফতার Lalbazar-র প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি Ashok Nagar-এ