গঙ্গাসাগরেও নাগরিকত্ব আইন বিতর্ক, মোদী-মমতার সমর্থনে দু' ভাগ সাধুরা

  • গঙ্গাসাগরের মেলায় নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কের ছাপ
  • মোদী- মমতার অবস্থান নিয়ে দ্বিধাবিভক্ত সাধুরা
  • মেলায় রাজ্য সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করছেন সবাই

কেউ বলছেন মমতা ঠিক, কেউ বলছেন মোদী। দেশজুড়ে যে বিতর্ক চলছে, তার ছাপ গঙ্গাসাগরের মেলায় পড়বে না, তা হয় কেমন করে। ফলে দূরদূরান্ত থেকে আসা সাধুরাও নাগরিকত্ব আইন নিয়ে তর্কে জড়িয়ে পড়ছেন। কেউ আইনের পক্ষে, কেউ বিপক্ষে। 

গঙ্গাসাগরের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার সাধু ভিড় জমিয়েছেন। দেশের রাজনৈতিক উত্তাপ যে তাঁদেরকেও দ্বিধাবিভক্ত করেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। যেমন জম্মু থেকে গঙ্গাসাগরে আসা সাগর মহারাজ বলছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে লড়াই করে ঠিক করছেন। কারন দেশ সকলের, বিশ্ব সকলের। তাই এই সব আইন করে মানুষকে বাধা দেওয়া ঠিক নয়।' 

Latest Videos

অন্যদিকে গুজরাত থেকে আসা সাধু বিজয় গোঁসাই বলেন, 'দেশের নিরাপত্তার জন্য এবং যেভাবে এদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেকথা মাথায় রাখলে কেন্দ্রের নাগরিক সংশোধনী আইন প্রণয়ণের সিদ্ধান্ত একেবারে সঠিক।'

এ বছর গঙ্গাসাগরে পুণ্যার্থী এবং সাধুদের সুবিধার্থে সুব্যবস্থা করেছে রাজ্য সরকার। যাতায়াত থেকে শুরু  করে বিমা, থাকছে সমস্ত সুবিধাই। নাগরিকত্ব আইন নিয়ে মমতার প্রতি সমর্থন থাকুক না থাকুক, গঙ্গাসাগরে ব্যবস্থাপনার জন্য মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন সাধুরা। তা সে যতই তিনি নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত থেকে হোন না কেন। 
 

Share this article
click me!

Latest Videos

‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
‘কী সাহস! বলছে রাম মন্দির ভাঙবে!’ মহারাষ্ট্রের মাটিতে বিস্ফোরক শুভেন্দু! | Suvendu Adhikari News
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC