গঙ্গাসাগরেও নাগরিকত্ব আইন বিতর্ক, মোদী-মমতার সমর্থনে দু' ভাগ সাধুরা

Published : Jan 13, 2020, 04:29 PM IST
গঙ্গাসাগরেও নাগরিকত্ব আইন বিতর্ক, মোদী-মমতার সমর্থনে দু' ভাগ সাধুরা

সংক্ষিপ্ত

গঙ্গাসাগরের মেলায় নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কের ছাপ মোদী- মমতার অবস্থান নিয়ে দ্বিধাবিভক্ত সাধুরা মেলায় রাজ্য সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করছেন সবাই

কেউ বলছেন মমতা ঠিক, কেউ বলছেন মোদী। দেশজুড়ে যে বিতর্ক চলছে, তার ছাপ গঙ্গাসাগরের মেলায় পড়বে না, তা হয় কেমন করে। ফলে দূরদূরান্ত থেকে আসা সাধুরাও নাগরিকত্ব আইন নিয়ে তর্কে জড়িয়ে পড়ছেন। কেউ আইনের পক্ষে, কেউ বিপক্ষে। 

গঙ্গাসাগরের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার সাধু ভিড় জমিয়েছেন। দেশের রাজনৈতিক উত্তাপ যে তাঁদেরকেও দ্বিধাবিভক্ত করেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। যেমন জম্মু থেকে গঙ্গাসাগরে আসা সাগর মহারাজ বলছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে লড়াই করে ঠিক করছেন। কারন দেশ সকলের, বিশ্ব সকলের। তাই এই সব আইন করে মানুষকে বাধা দেওয়া ঠিক নয়।' 

অন্যদিকে গুজরাত থেকে আসা সাধু বিজয় গোঁসাই বলেন, 'দেশের নিরাপত্তার জন্য এবং যেভাবে এদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেকথা মাথায় রাখলে কেন্দ্রের নাগরিক সংশোধনী আইন প্রণয়ণের সিদ্ধান্ত একেবারে সঠিক।'

এ বছর গঙ্গাসাগরে পুণ্যার্থী এবং সাধুদের সুবিধার্থে সুব্যবস্থা করেছে রাজ্য সরকার। যাতায়াত থেকে শুরু  করে বিমা, থাকছে সমস্ত সুবিধাই। নাগরিকত্ব আইন নিয়ে মমতার প্রতি সমর্থন থাকুক না থাকুক, গঙ্গাসাগরে ব্যবস্থাপনার জন্য মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন সাধুরা। তা সে যতই তিনি নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত থেকে হোন না কেন। 
 

PREV
click me!

Recommended Stories

আবাসনে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুর অভিযোগ, হুগলিতে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য
SIR Bengal : কেউ লুকিয়েছিল কেষ্টপুর, কেউ চিনারপার্কে! SIR-এর গুঁতোয় বাংলাদেশে ফিরতে মরিয়া