মানুষ সমান জল পেরিয়ে মানুষের কাছে অভিনেতা সাংসদ দেব, দেখুন ছবি

  •  বন্যা কবলিত ঘাটাল পরিদর্শন সাংসদ দেবের
  • জেলাশাসক-পুলিশ সুপারকে নিয়ে নৌকা করে ঘুরলেন
  • ঘাটালের মনসুকায় বন্যা পরিদর্শন দেবের
  • জল পেরিয়ে মানুষের কাছে অভিনেতা

বন্যা কবলিত ঘাটালে জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে নৌকায় করে ঘুরলেন সাংসদ দেব। ঘাটালের মনসুকায় বন্যা পরিদর্শন করলেন সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও ঘাটাল মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। 

Latest Videos

এদিন প্রথমে ঘাটাল ব্লকের মনসুকা চাতালে পৌঁছান। ওই চাতাল বন্যার জলে পুরোপুরি ডুবে যাওয়ায়, প্রশাসনের তরফে রাখা নৌকায় চেপে চাতাল পার হন দেব। এরপর পায়ে হেঁটে মনসুকা গ্রাম পঞ্চায়েত দপ্তরে যান।

সেখানে প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে বেশকিছু বন্যা দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর গ্রাম পঞ্চায়েত কার্য্যালয় থেকে বেরিয়ে ফের পারে হেঁটে মনসুকা বাজার এলাকায় ঘুরে মানুষের সাথে দেখা করেন। 

সেখান থেকে নৌকায় করে মনসুকার ঝুমি নদী পার হয়ে মনসুকার অপরপ্রান্তে গ্রামের বাসিন্দাদের সাথে দেখা করে কথা বলেন সাংসদ দেব। পরে সেখান থেকে ফিরে যান ঘাটালে। প্রসঙ্গত, টানা বৃষ্টিতে ঘাটালের মনসুকার এই চাতাল পুরোপুরি জলে ডুবে যায়। ফলে বন্ধ হয়ে যায় পারাপার। পাশাপাশি এই মনসুকায় ঝুমি নদীর উপর বেশ কয়েকটি কাঠের পোল ভেঙে পড়ে বন্যায়। বন্ধ হয়ে রয়েছে যাতায়াত। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। এইদিন দুপুরে মনসুকার সেইসব জায়গা পরিদর্শন করেন দেব।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ