কী ভাবে এলো পয়লা বৈশাখ, ফিরে দেখুন ইতিহাস

উৎস যাই হোক, বাঙালির জীবনে এমন ধর্মীয় অনুষঙ্গবিহীন উৎসব খুব বেশি নেই। 

arka deb | Published : Apr 29, 2019 10:26 AM IST / Updated: Apr 29 2019, 04:31 PM IST

খানাপিনা হোক বা বাহারি পোশাক, মুঘলদের অবদান অস্বীকার করা মুশকিল। সাম্প্রদায়িকতার আবহে গোটা দেশে যখন অশনিসংকেত, বদলে ফেলা হচ্ছে ইতিহাস,  আরও একবার মুঘলদের শরণারপন্ন হতে হবে আমাদের। বাঙালির একান্ত আপন সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব পয়লা বৈশাখের শুরয়াতও এই মুঘলদের হাতেই।

কুনাল চক্রবর্তী ও শুভ চক্রবর্তী-র লেখা 'দ্য হিস্টোরিক্যাল ডিকশিনারি অফ বেঙ্গলিস' বলছে , মুঘল আমলের প্রথম দিকে হিজরি সন অনুযায়ী চলত শাসন। কিন্তু সমস্যা হত খাজনা আদায়ে। কারণ চাঁদের ওপর এই সন নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সঙ্গে মিলত না। খাজনা আদায়ের বিষয়টিকে আরও মসৃণ  করার ব্যাপারে উদ্যোগী হন সম্রাট আকবর। তাঁর নির্দেশেই জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহসিরাজি বাংলা সন গণনা শুরু করেন। প্রথমে একে বলা হত ফসলি সন। পরে বঙ্গাব্দ শব্দটি প্রবর্তিত হয়।  সেই সময়ে চৈত্র মাসের শেষের দিন খাজনা আদায়ের শেষ দিন বলে ধরা হত।
অন্য দিকে অমর্ত্য সেনের গ্রন্থ 'দ্য় আরগুমেন্টিভ ইন্ডিয়ান'-এ দেখানো হয়েছে আকবর কীভাবে তারিখ ই ইলাহী ছাড়াও সর্বধর্মসংস্কারের উদ্দেশ্যে নতুন ক্যালেন্ডার তৈরির কথা ভেবেছিলেন। 

Latest Videos

বঙ্গাব্দের মুঘল যোগের পক্ষে সাক্ষ্য দিয়েছেন আরও অনেক। ঐতিহাসিক শামসুজ্জামান খান জানাচ্ছেন, সন একটি আরবি শব্দ। এটি নির্দেশ করছে বঙ্গাব্দ বিষয়টি কোনও মুসলিম শাসকের মস্তিষ্কপ্রসূত।

প্রসঙ্গত উল্লেখ্য উৎস যাই হোক, বাঙালির জীবনে এমন ধর্মীয় অনুষঙ্গবিহীন উৎসব খুব বেশি নেই। এলাহি ভরসা লিখে হালখাতা শুরু করা হোক বা ধর্মের হানাহানি ভুলে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ। ডিজিটাল বং এর ব্যস্ত জীবনে এটুকু মৈত্রী, বাঙালিয়ানার গন্ধ তো থাক। 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today