বাকি মাত্র হাতেগোনা কয়েকটা দিন, রবিবাসরীয় প্রচারে পুরুলিয়া জমে উঠল শাসক-বিরোধী তরজা

২৭ তারিখ নির্বাচনের আগে এটিই শেষ রবিবার হওয়ায় এদিন কেউ কাউকে এতটুকুও জমি ছাড়তে চাননি। লড়াই জমে উঠেছে পুরুলিয়া শহরের ১৬ নং ওয়ার্ডে।

বাকি মাত্র আর হাতেগোনা কয়েকটা দিন। নির্বাচনী আঁচেই অন্যান্য জেলার মতো ফুটছে পুরুলিয়াও (Municipal elections in Purulia)।  আগামী ২৭ সে ফেব্রুয়ারি রবিবার পৌরসভা নির্বাচন। আজ তাই শেষ রবিবাসরীয় প্রচারে জমে উঠল পুরুলিয়া। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, এদিন পুরুলিয়া শহরের ২৩ টি ওয়ার্ডেই প্রার্থীদের প্রচারে তুমুল ব্যস্ততা দেখতে পাওয়া যায়। 

বাড়ি বাড়ি যাওয়া ছাড়াও টোটোতে ব্যানার ফ্লেস্ক এবং মাইক দিয়েও চলে প্রচার। আগামী ২৭ তারিখ নির্বাচনের আগে এটিই শেষ রবিবার হওয়ায় এদিন কেউ কাউকে এতটুকুও জমি ছাড়তে চাননি। লড়াই জমে উঠেছে পুরুলিয়া শহরের ১৬ নং ওয়ার্ডে। এবার গোটা জেলার মধ্য হাই প্রোফাইল ওয়ার্ড এটি। ১৬ নম্বর ওয়ার্ডটিতে সরাসরি ময়দানে নেমেছেন দুই শিবিরের দুই হেভি ওয়েট প্রার্থী পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এবং জেলা তৃণমূলের হেভিওয়েট তথা বিদায়ি পুরবোর্ডের প্রশাসক নবেন্দু মাহালি। নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছেন দুজনেই। 

Latest Videos

এদিন দুজনেই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন কার কি সমস্যা রয়েছে। অন্যদিকে নবেন্দু মাহালি পাড়ার ছেলে। জিতে এলে তাঁকে ফোন করলেই চট জলদি পাওয়া যাবে বলে দলীয় কর্মী সমর্থকদের দাবি। ইতিমধ্যেই নবেন্দুবাবু বিজেপি বিধায়ক তথা ১৬ নাম্বার ওয়ার্ডে তার প্রতিদ্বন্দ্বী সুদীপ মুখোপাধ্যায়কে রাজনীতির ময়দানে কড়া চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন। লড়াইয়ে জয় না হলে রাজনীতি ছাড়ার কথা বলেছেন তিনি।
সেই সঙ্গে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপও দাগেন তিনি। তাঁর দাবি এলাকায় প্রভাব না থাকার কারণেই বিধায়ক ভোট টানতে ভোটারদের নানারকম প্রলোভন দেখাচ্ছেন। এখন থেকে ভোটারদের প্রভাবিত করার জন্য এলাকায় মাংস ভাত খাওয়ানো সহ নানা ভাবে প্রলোভন দেখানো হচ্ছে বলে তাঁর দাবি। এক কথায় জনসংযোগ নেই বলে টাকা দিয়ে ভোট কিনতে নেমেছেন বিধায়ক। এমনকী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তাঁর।

আরও পড়ুন-মেটেনি রাস্তা-জলের সমস্যা, পুরুলিয়ায় ভোট বয়কটের ডাক একাধিক ওয়ার্ডে

আরও পড়ুন-তৃতীয় দফার ভোটে উত্তপ্ত উত্তরপ্রদেশ, যাদব ঘাঁটিতে জয় আনতে মরিয়া অখিলেশ

অন্যদিকে পুরুলিয়ার বিধায়ক তথা পৌরসভার প্রাক্তন কাউন্সিলার সুদীপ মুখোপাধ্যায় জানান" যদি মাংস খাইয়ে ভোট নেওয়া যেত তাহলে ওয়ার্ডে ওয়ার্ডে মাংস বিক্রেতারা ভোটে দাঁড়াতেন।তখন খাসির মাংস বিক্রেতা বনাম পোল্ট্রি মাংস বিক্রেতার প্রতিযোগিতা হত। এই অভিযোগ ভিত্তিহীন।নবেন্দু মাহালি হারবেন জেনেই এসব কথা বলছেন।" নিজের জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। শুধু ১৬ নং ওয়ার্ডেই নয়, এবার পুরুলিয়া পৌরসভায় পদ্ম ফুটতে চলেছে বলে জানিয়ে দিয়েছেন পুরুলিয়া বিধানসভায় বিজেপির বিধায়ক প্রথা পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়। এখন অপেক্ষা নির্বাচনী ফলাফলের। 
আরও পড়ুন- টেস্টে বাদ পড়তেই বিসিসিআই-র বিরুদ্ধে বিস্ফোরক ঋদ্ধি, তোপ রাহুল-সৌরভকে

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today