৫০ হাজারেরও বেশি ভোট ব্যাবধানে এগিয়ে থাকা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

Published : May 23, 2019, 02:29 PM ISTUpdated : May 23, 2019, 03:00 PM IST
৫০ হাজারেরও বেশি ভোট ব্যাবধানে এগিয়ে থাকা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

সংক্ষিপ্ত

তৃণমূল কংগ্রেসের যেসব প্রার্থীরা ৫০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে নুসরত থেকে শুরু করে কে নেই এই তালিকায় 

গণনা পর্ব প্রায় শেষের পথে। এরই মাঝে বাংলার বুকে এগারোটি আসনে ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের যে সব  প্রার্থীরা, সেই এগারোটি আসনের তালিকা একনজরঃ

বসিরহাটঃ নুসরত জাহান ৮৮ হাজার ভোটে এগিয়ে

যাদবপুরঃ মিমি চক্রবর্তী ১ লক্ষ ১ হাজার ভোটে এগিয়ে

দক্ষিণ কলকাতাঃ মালা রায় সাড়ে ৪ লক্ষ ভোটে এগিয়ে

ডায়মন্ড হারবারঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লক্ষ ভোটে এগিয়ে, (এই মুহূর্তে জয়ী)

জঙ্গিপুরঃ খলিলুল রহমন ৮০ হাজার ভোটে এগিয়ে

জয়নগরঃ প্রতিমা মণ্ডল ৮০ হাজার ভোটে এগিয়ে

উলুবেরিয়ায়ঃ সাজদা আহমেদ ৭০ হাজার ভোটে এগিয়ে

মথুরাপুরঃ চৌধুরী মোহন যাতুয়া ৫৮ হাজার ভোটে এগিয়ে

মুর্শিদাবাদঃ আবু তাহের খান ৬২ হাজার ভোটে এগিয়ে

কৃষ্ণনগরঃ মৌহুয়া মৈত্র ৫০ হাজার ভোটে এগিয়ে

বারাসতঃ কাকলি ঘোষ দস্তিদার ৫০ হাজার ভোটে এগিয়ে

 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh : 'গঙ্গা স্নানে তৃণমূলের পাপ ধোয়া যাবে না' কেন্দুলি মেলায় স্বমেজাজে দিলীপ
'SIR-র নামে হেনস্থার অভিযোগ', ফরাক্কায় TMC বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর