আগাম জামিন মঞ্জুর, সুপ্রিম কোর্টে রায়ে স্বস্তিতে তৃণমূল নেতা শেখ সুফিয়ান

একুশের বিধানসভা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর সামনে আসছিল। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে। 

অবশেষে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে স্বস্তি পেলেন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পোলিং এজেন্ট শেখ সুফিয়ান (Sekh Sufian)। ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় তাঁর নাম জড়িয়েছিল। নন্দীগ্রামে (Nandigram) বিজেপি কর্মী দেবব্রত মাইতির (Debabrata Maiti) খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছিল তাঁর। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই (CBI)। 

এর আগে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) সুফিয়ানের আগাম জামিনের আর্জি নাকচ হয়ে যায়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন শেখ সুফিয়ান। অবশেষে শীর্ষ আদালতের সেই রায়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তিনি। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে বেশ কিছু শর্তে এই তৃণমূল নেতার আগাম জামিন মঞ্জুর হয়েছে। বলা হয়েছে, দোষীসাব্যস্ত না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। পাশাপাশি সিবিআইকে তদন্তে সাহায্য করার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।  

Latest Videos

আরও পড়ুন- সৌজন্যর বার্তা খড়্গপুরে, তৃণমূল প্রার্থীকে প্রণাম করে মনোনয়ন জমা হিরণের

একুশের বিধানসভা বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Election) ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর সামনে আসছিল। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, নন্দীগ্রামে গত বছর ৩ মে আক্রান্ত হয়েছিলেন তাঁদের কর্মী দেবব্রত মাইতি। পরে কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রীতিমতো পরিকল্পনা করে দেবব্রতকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

আরও পড়ুন- একাধিক ওয়ার্ড বিরোধী শূন্য, নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখল তৃণমূলের

এই খুনের ঘটনায় তৃণমূল নেতা শেখ সুফিয়ান জড়িত বলে অভিযোগ করেছিল বিজেপি। যদিও বিজেপির তোলা সেই অভিযোগ বারবার অস্বীকার করেছেন সুফিয়ান। পরবর্তী সময় ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার হাইকোর্টের তরফে তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। সেই মামলায় সুফিয়ানকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সপ্তাহেই এই মামলার রায় সংরক্ষণ করা হয়েছিল শীর্ষ আদালতে। বুধবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানায়। তবে আগাম জামিন মঞ্জুর হলেও বেশ কিছু শর্ত চাপানো হয়েছে তৃণমূল নেতার উপর।

আরও পড়ুন- নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলে বিপত্তি, আটক বিক্ষুব্ধ তৃণমূল নেতা

এই রায় বের হওয়ার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন শেখ সুফিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, "মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাই। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা মেনে চলব। যতদিন না দোষীসাব্যস্ত হচ্ছি ততদিন আমাকে গ্রেফতার করা যাবে না। তবে সিবিআই এর সঙ্গে তদন্তে সাহায্য করার কথা বলা হয়েছে। আমি তা মেনে চলব।" 

এ প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, "মহামান্য সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্তা আছে। বিচার চলছে। আদালত যা রায় দেবে তা মেনে নেব।"

Share this article
click me!

Latest Videos

কেন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী? ফাঁস করে বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের
'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা
LIVE: স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে একহাত নিলেন Suvendu Adhikari! দেখুন সরাসরি