মঙ্গলবার (Tuesday) মুখ্যসচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও সব জেলার ডিএম ও এসপিদের ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মাধ্যমিক (Madhyamika) ও উচ্চ মাধ্যমিক (H.S) পরীক্ষা প্রসঙ্গে। জানা গিয়েছে, এবছর করোনা বিধি মেনে স্কুলেই হবে পরীক্ষা। ৭ থেকে ১৬ মার্চ হবে মাধ্যমিক আর ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
করোনার জন্য দীর্ঘদিন ধরে চলেছে অনলাইন ক্লাস (Online Class)। এমনকী, পরীক্ষায়ও হয়েছে ঘরে বসে অনলাইনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের পথে। সে কারণে পুরনো ধাঁচে ফিরছে স্কুলগুলো (School) ধীরে ধীরে শুরু হচ্ছে পঠনপাঠন। এবার অফলাইনে হবে বোর্ড পরীক্ষা। সম্প্রতি, প্রকাশিত হল এমনই বিজ্ঞপ্তি। অফলাইনে হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা।
মঙ্গলবার (Tuesday) মুখ্যসচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও সব জেলার ডিএম ও এসপিদের ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মাধ্যমিক (Madhyamika) ও উচ্চ মাধ্যমিক (H.S) পরীক্ষা প্রসঙ্গে। জানা গিয়েছে, এবছর করোনা বিধি মেনে স্কুলেই হবে পরীক্ষা। ৭ থেকে ১৬ মার্চ হবে মাধ্যমিক আর ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
মাধ্যমিক (Madhyamika) হবে সকাল ১১.৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত। ৭ মার্চ হবে প্রথম ভাষা, ৮ মার্চ হবে দ্বিতীয় ভাষা, ৯ মার্চ হবে ভুগোল, ১১ মার্চ হবে ইতিহাস, ১২ মার্চ জীবন বিজ্ঞান, ১৪ মার্চ হবে অঙ্ক, ১৫ মার্চ হবে ভৌচ বিজ্ঞান, ১৬ মার্চ হবে ঐচ্ছিক বিষয়।
উচ্চমাধ্যমিক (H.S) সকাল ১০টা থেকে দুপুর ১.১৫ পর্যন্ত। ২ এপ্রিল প্রথম ভাষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষা, ৫ এপ্রিল হেলফ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজ় রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কস্ট্রাকসন, ভোকেশনাল বিষয়। ৬ এপ্রিল হবে বায়োলজি, বিজেজ স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, ৮ এপ্রিল অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস। ৯ এপ্রিল হবে কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, হেলথ ও ফিজিক্যাল এডুকেশন, সংগীত, ভসুয়াল আর্টস। ১১ এপ্রিল হবে পদার্থবিদ্যা, পুষ্টি বিদ্যা, এডুকেশন, অ্যাকাউনটেন্সি। ১৩ এপ্রিল হবে কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি, অব অডিটিং, দর্শন, সোসিওলজি। ১৬ এপ্রিল রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারসিয়ান, আরবি, ফ্রেঞ্চ। ১৮ এপ্রিল রাশিবিজ্ঞান, ভুগোল, কস্টিং ও ট্যক্সেসান, হোম ম্যানেডমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। ২০ এপ্রিল ইকোমিক্স।
মঙ্গলবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে আরও কিছু নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে মুখ্যসচিব বলেন, হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, এবছর স্পর্শকাতর কেন্দ্রে বসানো হবে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। প্রশ্ন পত্র ফাঁস ও টুকলি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রতি বছরের মতো এবছরও পরীক্ষা কেন্দ্রে থাকবে ১৪৪ নম্বর ধারা।
আরও পড়ুন: ভোট প্রচারে আসছেন দ্য গ্রেট খালি, বন্ধুত্বের টানে রাজ্যে আসবেন দিলীপ সিং রানা
আরও পড়ুন: পুরভোটের প্রচার চলাকালীন গ্রেফতার বিজেপি প্রার্থীর স্বামী, ব্যাপক চাঞ্চল্য ইসলামপুরে
আরও পড়ুুন: সৌগত রায়ের মুকুটে নতুন পালক, 'সংসদ রত্ন' সম্মান পাচ্ছেন তৃণমূল সাংসদ