আজ ফের পেট্রোলের দাম বেড়ে ১০৯-র গণ্ডী পেরোল কলকাতায়, ডিজেলে সেঞ্চুরী হাঁকাল মুম্বই

ফের চলতি সপ্তাহে আরও এক দফা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। বুধবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

ফের চলতি সপ্তাহে আরও এক দফা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের । বুধবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। প্রায় তিন মাস পর এই নিয়ে সপ্তমবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। এদিন ফের পেট্রোল-ডিজেলের দাম প্রতি  লিটারে ৮০ পয়সা করে বাড়ছে। মূল্যবৃদ্ধির পর শহরে পেট্রোলের দাম হয়েছে ১১০ টাকা ৫২ পয়সা। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

 এই নিয়ে গত ৯ দিনে অষ্টমবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম ১০৯ টাকা ৬৮পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা ৫২ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৯৪ টাকা ৬২পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা ৪২ পয়সা।এদিন জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ২১ পয়সা থেকে ১০১ টাকা ০১ পয়সা। এবং ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা।  মুম্বই লিটার প্রতি পেট্রোল দাম  ১১৫ টাকা ০৪ পয়সা থেকে বেড়ে  ১১৫ টাকা ৮৮ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ১০০ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে।মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম ৮৪ পয়সা এবং ৮৫ পয়সা করে বেড়েছে। মোদী সরকারের পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই পেট্রোল-ডিজেলের আরও এক দফা দাম বাড়ানো হয়েছে।

Latest Videos

আরও পড়ুন, আগামী ১৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, শুধুই অঝোর ধারায় ভিজবে এবার উত্তরবঙ্গ

 এদিকে এক মাস পার করেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ।  ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে নিয়ে গিয়েছিল। এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হিসেবে ভারতেকে উদ্বেগে রেখেছিল। তবে গত একসপ্তাহে অনেকটাই কমে যায় অপরিশোধিত তেলের দর। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দর ৪০ ডলার কমেছে। গত ৭ মার্চ যেখানে  অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌছে গিয়েছিল।তবে মঙ্গলবারের পর থেকেই অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯৯.১১ ডলারে নেমে আসে। যদিও দেশের খুচরো বাজারে শেষ অবধি পেট্রোল-ডিজেলের দাম কমার আশা আর পূরণ হল না। বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার। অবশেষে সেই পথেই হাঁটল ভারত। নিশব্দে জ্বালানীর দাম বাড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে তোপ দেগেছেন ইতিমধ্য়েই মমতা বন্দ্য়োপাধ্যায়। 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)