ট্রেন ছাড়তেই পা ফসকে রেললাইনে বৃদ্ধা, দেখুন হাড়হিম করা ছবি

রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচলো বৃদ্ধার। দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ৮০ বছরের বৃদ্ধা সুনীল বার্লা। হঠাৎ পা ফসকে পড়ে যান তিনি। 

রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচলো বৃদ্ধার। পুরুলিয়া রেল স্টেশনে পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনটি ৩ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার সময় ঘটে হাড়হিম করা ঘটনা। দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ৮০ বছরের বৃদ্ধা সুনীল বার্লা। হঠাৎ পা ফসকে পড়ে যান তিনি। 

Latest Videos

সঙ্গে সঙ্গেই প্রায় রেল লাইনে পড়ে যাচ্ছিলেন তিনি। এরপরই ঘটনাস্থলে কর্মরত রেল পুলিশ কার্তিক প্রামানিকের নজরে পড়ে বিষয়টি। রেল লাইনের নিচে পড়ে যাওয়ার আগেই তৎপরতার সঙ্গে তড়িঘড়ি উদ্ধার করেন তাঁকে। উদ্ধার হওয়া ওই বৃদ্ধার বাড়ি জামসেদপুরে।

ভুলবশত পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছিলেন তিনি। ট্রেন ছাড়ার সময় তড়িঘড়ি নামতে গিয়েই ঘটে যায় এই বিপত্তি। ঘটনায় রেল পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়েছেন ওই বৃদ্ধা ।

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা