
এই রাজ্যের নিয়োগ ক্ষেত্রে দুর্ণীতি হচ্ছে। আর তা নিয়ে অনেক আগেই মুখ খুলেছিলেন রাজ্যের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি যে বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন তাও একাধিকবার স্পষ্ট করে জানিয়েছিলেন। সম্প্রতি একটি মিডিয়া কনক্লেভে গিয়েও সেই কথা বলেছিলেন। স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের জেরে সামনে আসছে রাশি রাশি টাকা। যার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এখন জগদীপ ধনখড়ের সেই পুরনো বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মনে করিয়ে দিচ্ছে সেদিন কীভাবে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সেই মিডিয়া কনক্লেভের অনুষ্ঠানে দিয়ে জগদীপ ধনখড় বলেছিলেন, নিয়োগ নিয়ে দুর্ণীতি হয়েথে এই রাজ্যে। যা রীতিমত উদ্বেগজনক বিষয়। প্রতিদিন যা নিয়ে উদ্বেগ বাড়ছে। হাইকোর্টের নির্দেশ দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। কারণ হাইকোর্ট এই বিষয়টি দেখছে। হাইকোর্টের প্রসঙ্গে টেনে জগদীপ ধনখড় বলেছিলেন হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে পরীক্ষা দেয়নি এমন কিছু পরীক্ষার্থীকে নিয়োগ করা হয়েছে। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। সেই অংশের টুইটই ভাইরাল রয়েছে সোশ্যায় মিডিয়ায়।
ঋষি ভার্গি নামে এক সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী জগদীপ ধনখড়ের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। আর ক্যাপশনে জগদীপ ধনখড়কে ট্যাগ করে লিখেছেন কয়েক সপ্তাহ আগেই তৎকালীন গর্ভরন একটি পাবলিক প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গ সরকারের নিয়োগ প্রক্রিয়ার কেলেঙ্কারির কথা তুলে ধরেছিলেন। আর আমরা দেখছি কীভাবে বান্ডিল বান্ডিল নদর উদ্ধর হচ্ছে শৌচাগার থেকে।
ঋষি ভার্গি টুইটার ব্যবহারকারী একজন ভারতীয় নাগরিত। নিজের পরিচয় হিসেবে তিনি লিখেছেন তিনি একজন করদাতা। তবে তাঁর টুইট কিন্তু বিজেপি বিরোধীদলগুলিকে প্রায়ই সমস্যায় ফেলে। তিনি সচারচর বিজেপির পক্ষে সওয়াল করেই টুইট করে থাকেন।
স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেখান থেকেই তাঁর বান্ধবী হিসেবে সন্ধান পেয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকার নোট। সঙ্গে প্রচুর গয়না ার নথি। অর্পিতার বিপুল সম্পত্তির সন্ধানও পেয়েছ তদন্তকারীরা। যা দেখে ইডির অনুমান স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক দুর্ণীতি হয়েছে। আর এগুলি তারই টাকা।
পার্থ ইস্যুতে ড্যামেজ কন্ট্রোলে আসরে অভিষেক, SSC চাকরি প্রার্থীদের সঙ্গে হতে পারে বৈঠক
নিজের বাড়িতে উদ্ধার হওয়া টাকা দেখে কান্না অর্পিতার, পার্থর সামনেই বললেন 'আমি বেতনভুক কর্মী মাত্র '
পার্থ যেন বাবা নিরালা আর অর্পিতার অবস্থা টিঙ্কা সিং, এসএসসি দুর্নীতিতে এখন পপুলার ওয়েব সিরিজের ছায়া