ফল মিলবে তেইশ তারিখে, ভিডিও দেখিয়ে বিজেপি-কে নিশানা পার্থর

  • মঙ্গলবারের ঘটনায় দায়ী বিজেপি
  • ভিডিও দেখিয়ে দাবি পার্থর
  • ফল পাওয়া যাবে তেইশে মে
  • বিজেপি-কে নিশানা করে দাবি শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী বলেন বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকীতে বিজেপি-র এই হামলায় লজ্জায় মাথা হেঁট হয়ে যাছ্ছে। তাঁর প্রশ্ন, এর পরে কীভাবে দেশের মানুষকে মুখ দেখাবে বিজেপি? তাঁর দাবি, ক্ষমতা এতটাই দরকার যে বিদ্যাসাগরের নামাঙ্কিত কলেজে ঢুকে তাঁর মূ্র্তি ভাঙতে হয়েছে বিজেপি। বিজেপি-র পাল্টা সাংবাদিক বৈঠক করে তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ঘটনার নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই সাংবাদিক বৈঠক করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বিজেপি। পার্থর প্রশ্ন, "আগে আপনারা জবাব দিন বিদ্যাসাগরের মূর্তি কে ভাঙল?"

এ দিন নিজের দাবির স্বপক্ষে ঘটনার সময়কার একটি ভিডিও সাংবাদিকদের দেখান পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে বিদ্যাসাগর কলেজে এই হামলা চালিয়েছে বিজেপি। এই ঘটনা বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতির নমুনা বলে দাবি করেন পার্থ। তাঁর অভিযোগ, কাররা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, তা খুঁজে বের করার জন্য কোনও তদন্তের দরকার নেই। ঘটনার ভিডিও দেখলেই তা স্পষ্ট হয়ে যায় দাবে বলে দাবি করেন পার্থ। তাঁর অভিযোগ, ভিডিও-তেই পরিষ্কার বিজেপি-র দলীয় পতাকা নিয়ে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। 

Latest Videos

বিজেপি-র তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে

শিক্ষামন্ত্রী বলেন বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকীতে বিজেপি-র এই হামলায় লজ্জায় মাথা হেঁট হয়ে যাছ্ছে। তাঁর প্রশ্ন, এর পরে কীভাবে দেশের মানুষকে মুখ দেখাবে বিজেপি? তাঁর দাবি, ক্ষমতা এতটাই দরকার যে বিদ্যাসাগরের নামাঙ্কিত কলেজে ঢুকে তাঁর মূ্র্তি ভাঙতে হয়েছে বিজেপি। বিজেপি-র পাল্টা সাংবাদিক বৈঠক করে তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ঘটনার নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই সাংবাদিক বৈঠক করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বিজেপি। পার্থর প্রশ্ন, "আগে আপনারা জবাব দিন বিদ্যাসাগরের মূর্তি কে ভাঙল?"

এ দিন নিজের দাবির স্বপক্ষে ঘটনার সময়কার একটি ভিডিও সাংবাদিকদের দেখান পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে বিদ্যাসাগর কলেজে এই হামলা চালিয়েছে বিজেপি। এই ঘটনা বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতির নমুনা বলে দাবি করেন পার্থ। তাঁর অভিযোগ, কাররা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, তা খুঁজে বের করার জন্য কোনও তদন্তের দরকার নেই। ঘটনার ভিডিও দেখলেই তা স্পষ্ট হয়ে যায় দাবে বলে দাবি করেন পার্থ। তাঁর অভিযোগ, ভিডিও-তেই পরিষ্কার বিজেপি-র দলীয় পতাকা নিয়ে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। 

বিজেপি-র তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে। অভিযোগ তোলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নেওয়ার কথা বলেই হামলায় উস্কানি দিয়েছে. পার্থর পাল্টা কটাক্ষ, "আর ওরা সাধুর দল!"

মঙ্গলবারের ঘটনার পরে অমিত শাহ দাবি করেন, তাঁর রোড শোতে জনজোয়ার দেখেই হতাশায় এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল. পার্থর পাল্টা দাবি, কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি করেও যাঁর জনপ্রিয়তা কমেনি। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতর সবরকমভাবে কলেজের পাশে থাকবে বলে জানিয়েছেন পার্থ. তাঁর কথায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ফল তেইশ মে বিজেপি পাবে। পার্থর কথায়, "যে দলের মাথায় অর্ধশিক্ষিত লোকজন বসে থাকে, তারা এরকমই হয়।"

অমিত শাহ এ দিন দিল্লিতে অভিযোগ করেন বিজেপি-র লোকজন ঘটনার সময় বিজেপি সমর্থকরা বাইরে ছিলেন। কলেজের গেটও বন্ধ ছিল। ভিতরে ছিল তৃণমূলের লোকজন. সহানুভূতি আদায়ের জন্য তৃণমূলের লোকজনই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বলে অভিযোগ করেন অমিত শাহ.। 

মঙ্গলবারের ঘটনার পরে অমিত শাহ দাবি করেন, তাঁর রোড শোতে জনজোয়ার দেখেই হতাশায় এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল. পার্থর পাল্টা দাবি, কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি করেও যাঁর জনপ্রিয়তা কমেনি। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতর সবরকমভাবে কলেজের পাশে থাকবে বলে জানিয়েছেন পার্থ. তাঁর কথায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ফল তেইশ মে বিজেপি পাবে। পার্থর কথায়, "যে দলের মাথায় অর্ধশিক্ষিত লোকজন বসে থাকে, তারা এরকমই হয়।"

 

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের