সরকারি চাকরি পেতে লাগছে মাত্র চার হাজার টাকা, ফর্ম ফিলাপ করলেই মিলছে নিয়োগপত্র

  • দিতে হবে চার হাজার টাকা
  • টাকা দিলেই মিলবে সরকারি চাকরি
  • তেমনই দাবি আসানসোলের এক ব্যক্তির
  • কোর্ট ফি বাবদ নিজেই নিচ্ছেন সেই টাকা

তৃণাঞ্জন চট্টোপাধ্যায়- হঠাৎ শুনলে বেশ খুশি হবেন চাকরিপ্রার্থীরা। কারণ যে সে চাকরি নয়, খোদ সরকারি চাকরির অফার মিলছে। এ এক বিস্ময়কর খবর। মাত্র চার হাজার টাকা কোর্ট ফি দিলেই মিলবে চাকরি। তাও আবার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের চাকরি। রাস্তা ঘাটে বা ব্রিজের নীচেই চলছে ফর্ম ফিলাপ। তাও আবার কেন্দ্র সরকারের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ফর্ম। 

Latest Videos

এই ফর্মে স্ট্যাম্পও দেওয়া রয়েছে। যে ব্যক্তি এই চাকরির অফার দিচ্ছেন, তিনি রাস্তাঘাটে ঘুরে রীতিমত ফর্ম ফিলাপ করাচ্ছেন। সেই সমীরণ মন্ডলের দাবি তিনি রীতিমত আইন মেনেই সব কাজ করছেন। স্কুটার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। তাঁর স্কুটারে লেখা রয়েছে হাই ভোল্টেজ কমিটি। রাস্তাতেই ফর্ম ফিলাপ হচ্ছে। আবার প্রয়োজনে সমীরণ বাবু নিজেই কোর্ট ফি বাবদ ওই চার হাজার টাকা নিচ্ছেন। 

আবার কখনো ইচ্ছুক প্রার্থীদের সঙ্গে নিয়ে যাচ্ছেন কোর্টে। দাবি করছেন আগামী ১২ তারিখ নাকি স্পট জয়েনিং হবে। শুধু তাই নয়, সাংবাদিক সম্মেলন করেও একথা বলেছেন তিনি। খবর পেয়ে তার কাছে ছুটছে ইচ্ছুক প্রার্থীরা। কেউ চার হাজার টাকা নগদ দিচ্ছেন। কেউ আবার সঙ্গে যাচ্ছেন। রাস্তাতেই ফর্ম ফিলাপ করছেন। চাকরির আশায় তারা টাকাও দিচ্ছেন। 

দেশ বা রাজ্য জুড়ে যখন চাকরির হাহাকার, সেখানে আসানসোলের রাস্তায় চাকরির ফর্ম। নিজেকে হাই ভোল্টেজ কমিটির কনভেনার বলে বেকার যুবকদের সরকারি চাকরি দেবার কথা বলছেন সমীরণ বাবু। তাতেও আবার মাত্র চার হাজার টাকার বিনিময়ে। প্রশ্ন উঠেছে - যে এই ব্যক্তি ? কেন চাকরির কথা বলছেন ? মানুষ কেন টাকা দিচ্ছে ? কি করছে প্রশাসন ? আদৌ কি এই ভাবে চাকরি হয়?

Share this article
click me!

Latest Videos

কার নাম বললেন? স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শুভেন্দুর! | Suvendu Adhikari Saline Controversy
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata