ভোট পরবর্তী হিংসার ইস্যুতে রাজ্যের জেলায় জেলায় পরিদর্শন জাতীয় মানবাধিকার কমিশনের। কোচবিহার থেকে বসিরহাট ইতিমধ্য়েই আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়েছেন তাঁরা। এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের রাজ্য সফর নিয়ে ক্ষোভ উগরে দিল তৃণমূল।
আরও পড়ুল, 'গঙ্গায় দেহ ফেলে কোভিড রেকর্ড মুছে দেয় ওরা', BJPকে নিশানা মমতার
কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভোট পরবর্তী হিংসার ইস্যু খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন জাতীয় মানবধিকার কমিশনের প্রতিনিধি দল। কলকাতায় এসেছে কমিশনের তিন সদস্য ডিএসপি রাজেন্দ্র সিংহ, ডিএসপি মুনিয়া উপ্পল এব ইন্সপেকটর জিনটু সাকিয়া। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় যান তাঁরা। শিলিগুড়িতে যায় ৮ সদস্যের দল। ডিএসপি রাজবীর সিংহ, কুলবীর সিংহ, লাল বাহাদুর, কুলবন্ত সিংহ প্রমুখ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসেই ভোট পরবর্তী হিংসার ঘটনা বর্ণনা করেন আক্রান্তরা। বিকেলে কোচবিহারের দিনহাটা হয়ে জামদরবস এলাকায় যান দলের অন্য সদস্যরা। ওই এলাকা এক বিজেপি কর্মী খুনের অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন কমিশনের প্রতিনিধিরা।
আরও পড়ুন, 'ভোট পরবর্তী হিংসায় ঘর ছেড়েছে BJP কর্মীরা', দার্জিলিংয়ে রাজ্য়পালের সাক্ষাত জন বার্লার
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, কোনও কেন্দ্রীয় সংস্থা নিরপেক্ষ নয়। বাংলাকে হেয় করাই উদ্দেশ্য। উত্তরপ্রদেশে কিন্তু কমিশনকে দেখা যায় না।'জাতীয় মানবাধিকার কমিশনের রাজ্য সফর নিয়ে ক্ষোভ দেয় তৃণমূল।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস