Snake Rescue: সাপের উৎপাতে নাজেহাল বর্ধমানবাসী, ফের গোখর উদ্ধার ভাতার কৃষি মাণ্ডিতে

Published : Dec 04, 2021, 07:16 PM IST
Snake Rescue: সাপের উৎপাতে নাজেহাল বর্ধমানবাসী, ফের গোখর উদ্ধার ভাতার কৃষি মাণ্ডিতে

সংক্ষিপ্ত

কয়েকদিন আগেই বর্ধমান শহরের ডিভিসি মোড় লাগোয়া মালঞ্চ এলাকায় দেখা মেলে একটি এই প্রমাণ সাইজের চন্দ্রবোড়া সাপের। যা নিয়ে বিস্তর উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

গত কয়েক বছর ধরে তিনি ভাতারের বিভিন্ন এলাকা থেকে সাপ(snake) ধরে সেগুলি জঙ্গলে ছেড়ে দেন। এদিন ভাতার কৃষি মাণ্ডিতে বিষধর সাপ বের হওয়া খবর পেয়ে সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে ভাতারের(Bhatar) ওড়গ্রাম জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

PREV
click me!

Recommended Stories

SIR: সন্দেহজনকদের তালিকায় 'DM' 'UM' দুটি শব্দ, চিন্তায় ফেলছে ভোটারদের,
LIVE NEWS UPDATE: রুদ্র, অ্যাপাচি, প্রচণ্ড হেলিকপ্টারের প্রদর্শনী, ভারতের সামরিক ক্ষমতা দেখলো শত্রুদেশ