পুরুলিয়ায় শিক্ষক দিবসে গ্রেফতার মাস্টারমশাই, ষড়যন্ত্র দেখছেন ছাত্ররা

  • জোর করে টাকা আদায় করার অভিযোগ
  •  শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার
  • গ্রেফতার করল পুরুলিয়ার নেতুড়িয়া থানার পুলিশ
  • যদিও শিক্ষকের গ্রেফতারিতে ষড়যন্ত্র দেখছে ছাত্ররা
     

জোর করে টাকা আদায় করার অভিযোগে শিক্ষক দিবসে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করে পুরুলিয়ার নেতুড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই ব্যক্তির নাম দেবদত্ত মণ্ডল (৭৮) তিনি সালতোড় কোলিয়ারি বাংলা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। দেবদত্তবাবু পারবেলিয়া ক্যাম্প ইসিএল কোয়ার্টারে থাকতেন বলে জানা গিয়েছে। 

ফের বিজেপি কর্মীদের উপর হামলা, গাঙ্গুলি বাগানে কাঠগড়ায় তৃণমূল

Latest Videos

তার বিরুদ্ধে অভিযোগ করেন ওই গ্রামেরই শেখ শাহির। অভিযোগ নেতুড়িয়া থানার চৌরাসি রেল সাইডিং থেকে গাড়িতে মাল নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য অন্যায়ভাবে টাকা চাইতেন ওই শিক্ষক। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করে দেবদত্ত বাবুকে। রবিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশ। ইতিপূর্বেও ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবসায়ী, কারখানার মালিক, এমনকি কয়েকজন রাজনৈতিক ব্যক্তির কাছেও অন্যায়ভাবে টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। 

এক ছোলার ডালে সারা দেশ, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে রূপজিৎ.

এখানেই শেষ নয়, কয়েকজন সরকারি আধিকারিকের কাছেও তাদের কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। শেখ সাহির জানান, তিনি ইসিএলের কোয়ার্টারেও অবৈধভাবে থাকতেন। যদিও অভিযুক্ত ওই ব্যক্তি জানান, তাকে কি কারণে গ্রেপ্তার হয়েছে তিনি জানেনা।

"

এদিকে নেতুড়িয়া থানার সালতোড় পারবেলিয়া এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষকের। দেবদত্ত বাবুর বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র ছাত্রী জানান বরাবরই প্রতিবাদী চরিত্র ছিলেন ইংরেজির শিক্ষক দেবদত্ত মন্ডল।শিক্ষক দিবসের দিনে অবসর  প্রাপ্ত শিক্ষক  গ্রেফতারের ঘটনায় তাই ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি উঠছে এলাকা থেকে।

Share this article
click me!

Latest Videos

তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
Hooghly News Today:পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য Chandannagar-এ
বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News
Suvendu Adhikari Live : বাংলাদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি | Asianet News Bangla