দুষ্কৃতীদের হাতে সরকারি গান ফ্য়াক্টরির কারবাইন, দেখে তাজ্জব পুলিশ

  • আবার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার
  •  জায়গা সেই কুখ্যাত রবীন্দ্রনগর
  • মিলেছে কারবাইন-এর মতো মারাত্বক অস্ত্র
  • সরকারি অস্ত্রাগারের অস্ত্র পাওয়া গেছে দুষ্কৃতীদের হাতে

আবার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার । জায়গা সেই কুখ্যাত রবীন্দ্রনগর । গ্রেফতার দুই দুষ্কৃতী। এবারও মিলেছে কারবাইন এর মতো মারাত্বক অস্ত্র । তাও আবার একসঙ্গে দুটো । সঙ্গে মা স্কেট , দোনলা ও এক নলা বন্দুক , নাইন এম এম , সেভেন এম এম , পিস্তল , সব মিলিয়ে ১৯ টি আগ্নেয়াস্ত্র । আর গুলি প্রায় ১০০ রাউন্ড । ঠিক তিনমাস আগে ২৫ আগস্ট রবীন্দ্রনগরের কুখ্যাত ডন টোটন বিশ্বাস ও তার দুই সাগরেদকে গ্রেফতার করেছিল চন্দন নগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট । সেদিনও তার কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি কারবাইন সহ একাধিক অস্ত্র ও গুলি । 

এদিন চুচূড়ায় নিজের অফিসে এক সাংবাদিক সন্মেলন করে সিপি চন্দননগর হুমায়ুন কবীর জানান , চুচূড়া রবীন্দ্রনগরে টোটোন ও তার দলবল সমান্তরাল প্রশাসন চালাচ্ছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল। আমি এখানে আসার পরই জানিয়েছিলাম, এটা আমি বন্ধ করব। পাশাপাশি রবীন্দ্রনগর  সন্ত্রাস মুক্ত করব । তারপর থেকেই ওই এলাকায় আমাদের অফিসারেরা লাগাতার রেইড করছিলেন । টোটোনের গ্রুপের  অন্যতম সদস্য ছিল প্রসেনজিৎ সাহা ওরফে ন্যাপা। সেও একজন কুখ্যাত সমাজ বিরোধী । আর তার সাগরেদ মিলন সিং , দুজনকেই গ্রেফতার করে তাদের জেরা করে রবীন্দ্রনগর এলাকা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে । 

Latest Videos

হুমায়ুন কবীর জানান , আজ পর্যন্ত রবীন্দ্রনগর এলাকা থেকে মোট ৪০ টি অস্ত্র উদ্ধার হয়েছে। গুলি পাওয়া গেছে প্রায় ৬৫০ রাউন্ড। আর টোটোনের গ্যাং এর মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে । আরও কিছু ছেলে আছে, তারা বাংলাদেশে পালিয়ে গেছে, আমরা নজর রাখছি , এখানে এলেই ধরব । আরও কিছু অস্ত্র আসছে রবীন্দ্রনগরে। সেগুলো উদ্ধারের জন্য  লাগাতার রেইড চলবে । কিন্তু কারবাইন এলো কোথা থেকে ? সিপি র বক্তব্য একটি কারবাইন অরিজিনাল ,  গান ফ্যক্টরি থেকে বেরিয়েছে । এছাড়া বেশ কিছু অস্ত্র  আসল । আবার কিছু বিহারের মুঙ্গেরে তৈরি । আসল অস্ত্র গুলি কী করে অস্ত্র কারখানা থেকে বাইরে এলো এটা নিয়ে আমরা প্রয়োজনে সিআইডি র সাহায্য নেব ।

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata