- Home
- West Bengal
- West Bengal News
- সরস্বতী পুজোয় কি ফিরবে জাঁকিয়ে শীত? এক ক্লিকে জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট
সরস্বতী পুজোয় কি ফিরবে জাঁকিয়ে শীত? এক ক্লিকে জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট
সরস্বতী পুজোর দিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণ ও উত্তরবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে, তবে সকাল ও রাতে হালকা শীতের আমেজ থাকবে। রাজ্যজুড়ে কুয়াশার দাপট দেখা যাবে এবং দিনের বেলায় গরম অনুভূত হবে।

ভোর থাকতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ সর্বত্র পুজিত হবেন মা সরস্বতী। আজ এই পুজোর দিন জাঁকিয়ে শীত থাকবে নাকি বাড়তে তাপমাত্রার পারদ- এই প্রশ্ন সকলের মনে। এখন এক ক্লিকে জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ জাঁকিয়ে শীত উপভোগ করার সম্ভাবনা নেই। বরং, ভোর থেকে সকাল পর্যন্ত থাকবে হালকা শীতের আমেজ। শীত পোশাক রাখতে হবে সঙ্গে। কিন্তু বেলা বাড়লেই শীতের দাপ থাকবে না। তখন শীত পোশাকেরও প্রয়োজন পড়বে না। তবে রাতের দিকে ফের ঠান্ডা বাড়তে পারে।
তবে, এত শীঘ্র কেন শীত বিদায় নিল, সেই প্রশ্ন সকলের মনে। জানা গিয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। মোটামুটি ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এই কারণে। রাজ্যের দক্ষিণের জেলাগুলোতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। যার কারণে সকালে ঠান্ডা আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়বে গরম।
অন্যদিকে, একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে। সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও মালদায় বাড়বে তাপমাত্রা। এই জায়গাতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা আছে। তবে পাহাড়ে তাপমাত্রা এখনও থাকবে।
তবে, গোটা রাজ্যে থাকবে কুয়াশার দাপট। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান-সহ দক্ষিণের সব জেলাতেই বাড়বে কুয়াশা। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

