আসল বলে নকল সেল, এ কেমন চুলের তেল

Published : Nov 24, 2019, 12:57 AM IST
আসল বলে নকল সেল,  এ কেমন চুলের তেল

সংক্ষিপ্ত

নকল তেল তৈরির কারখানা উদ্ধার করল দক্ষিণ ২৪ পরগণার পুলিশ  হাজার লিটার নকল মাথার তেল, তেলের বোতল আটক করেছে পুলিশ ঘটনায় মূল অভিযুক্ত মুস্তাক আহমেদ পলাতক  সস্তাখালি এলাকা থেকে উদ্ধার নামি দামি ব্র্য়ান্ডের এই নকল তেল 

নকল তেল তৈরির কারখানা উদ্ধার করল দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার পুলিশ। হাজার লিটার নকল মাথার তেল, তেলের বোতল ও বোতল তৈরির জিনিসপত্র আটক করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত মুস্তাক আহমেদ পলাতক। শনিবার দুপুরে জীবনতলা থানার সস্তাখালি এলাকা থেকে উদ্ধার হয় নামি দামি ব্র্য়ান্ডের এই নকল তেল। 

গোপন সূত্রে পুলিশ বেশ কিছুদিন ধরেই খবর পাচ্ছিল যে এলাকায় নকল তেল তৈরির কারখানা চলছে। নামী-দামি কোম্পানির তেলের শিশি, লেভেল ব্যবহার করে তৈরি হচ্ছে এই নকল তেল। আর এই নকল তেলই আসল তেল বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে আশপাশের বাজারে। শনিবার জীবনতলা থানার ওসি সুভাষ ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল হানা দেয় এই সস্তাখালি গ্রামে। 

সেখানে অভিযুক্ত মুস্তাক আহমেদের বাড়িতে হানা দিয়ে বাজাজ, হিমতাজ, নীহারের মতো ব্র্যান্ডের নকল মাথার তেল উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর খালি বোতল, স্টিকার, বোতল তৈরি করার যন্ত্রপাতি সহ অনেক কিছু। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে ও তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

PREV
click me!

Recommended Stories

SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট
Suvendu Adhikari: ‘মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়ে উল্টো খেলা হয়ে গেল!’ মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু