১০লাখ ছিনতাইয়ের গল্প কাজে এল না, তদন্তে টাকাসহ গ্রেফতার ম্যানেজার ও বন্ধু

  • ধরা পড়ল আসল ষড়যন্ত্রের কারিগর
  • ম্যানেজারই কষেছিল ছিনতাইয়ের ছক
  • সিসিটিভ দেখে সন্দেহ হয় পুলিশের
  • সেখান থেকেই তদন্তের কিনারা

গত ১৮ ডিসেম্বর খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত একটি এলাকায় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ ছিল, স্থানীয় রেশমি মেটালিকস নামের একটি কারখানার ম্যানেজার আমিরুল মল্লিক এক কর্মীকে সঙ্গে নিয়ে ওড়িশা রোডের দিক থেকে বাইকে করে ১০ লক্ষ টাকা নিয়ে ফিরছিলেন। দুপুর দুটো নাগাদ তারা যখন ফিরছিলেন তখন সাহাচক এর কাছে মোটরসাইকেলে করে কয়েক জন দুষ্কৃতী এসে ওই টাকা ছিনতাই করে নিয়ে বেরিয়ে যায়।

কারখানার পক্ষ থেকে অভিষেক জিন্দাল খড়গপুর গ্রামীণ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে টাকা নিয়ে আসা ম্যানেজার আমিরুলের ভূমিকা নিয়ে সন্দেহ করে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও প্রমাণ খুঁজে অনেক তথ্য বেরিয়ে আসে। পুলিশের জেরায় বাকি পুরো ঘটনা বেরিয়ে আসে। পুলিশ জানতে পারে আমিরুল তার এক বন্ধু শেখ আব্বাসকে নিয়ে পুরো কাণ্ড পরিকল্পনামাফিক ঘটিয়েছে। 

Latest Videos

বীরভূমের মোহাম্মদ বাজারে বসেই টাকা চুরির পরিকল্পনা করা হয়েছিল।পুলিশ জেরাতে আমিরুলের কাছে প্রকৃত সত্য বের করে শেখ আব্বাসকে বীরভূম থেকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় আমিরুলকেও। উদ্ধার হয় ছিনতাই হওয়া নয় লক্ষ পঁচাশি হাজার পাঁচশো টাকা।   

গত কয়েকদিন আগে মেদিনীপুর শহরের একইভাবে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। একটি স্মল ফাইনান্স কোম্পানির এজেন্ট-এর আদায় করা টাকা রাস্তা থেকে দিনের বেলা ছিনতাই করেছিল দুষ্কৃতীরা। যার কিনারা এখনও হয়ে ওঠেনি । শনিবার সন্ধ্যায় পুলিশ সুপার দীনেশ কু মার সাংবাদিক সম্মেলন করে বলেন, পুরো ঘটনাটি জানা গিয়েছে, গ্রেফতার করা হয়েছে দুজনকে। আমরা মানুষকে জানাতে চাই,কোনও ফাইন্যান্স কোম্পানি বা কেউ তেমন মোটা অংকের টাকা নিয়ে কোথাও বের হতে চাইলে সম্ভব হলে স্থানীয় থানার পুলিশকে বিষয়টা জানিয়ে রাখবেন। তাহলে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে।

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News