ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও, চাকদহে গ্রেফতার এসআই এবং তৃণমূল নেতা

Published : Jun 15, 2019, 08:07 PM ISTUpdated : Jun 16, 2019, 11:53 AM IST
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও, চাকদহে গ্রেফতার এসআই এবং তৃণমূল নেতা

সংক্ষিপ্ত

নদিয়ার চাকদহ থানা এলাকার ঘটনা মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি এসআই এবং স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ শুক্রবার রাতে টোপ ফেলে দু' জনকে গ্রেফতার

পলাশকান্তি মণ্ডল, নদিয়া: ব্যাঙ্ক ডাকাতির মামলা ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে নিজেই ফেঁসে গেলেন এক সাব ইন্সপেক্টর। একই সঙ্গে ফাঁসলেন এক তৃণমূল নেতাও। দুর্নীতি দমন শাখার অফিসারদের পাতা ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন ওই দু' জন। 

ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানা এলাকায়। অভিযুক্ত এসআই অনুপ পাল চাকদহ থানাতেই কর্মরত ছিলেন। তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে শুভাশিস দে নামে এক তৃণমূল নেতাকে। তিনি চাকদহ ব্লকের তাৎলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই।

সূত্রের খবর,গত বছর আগস্ট মাসে চাকদহ থানার সূত্রায় একটি সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে।সেই ডাকাতির ঘটনায় তদন্তকারী অফিসার ছিলেন চাকদহ থানার এসআই অনুপ পাল। এই ঘটনায় এখনও পর্যন্ত দু' জনকে গ্রেফতারও করেছে পুলিশ। অভিযোগ, জুন মাসের ৫ তারিখে ওই সমবায় ব্যাঙ্কের কর্মী বিশ্বজিৎ ঘোষের কাছে হঠাৎই ৩ লক্ষ টাকা দাবি করেন এসআই অনুপ পাল। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই তৃণমূল নেতা শুভাশিস দেরর মাধ্যমে বিশ্বজিৎ বাবুর কাছ থেকে ওই টাকা দাবি করেছিলেন ওই পুলিশ কর্মী। অভিযোগ, টাকা না দিলে বিশ্বজিৎ বাবুকে ব্যাঙ্ক ডাকাতি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকিও দিয়েছিলেন ওই তৃণমূল নেতা এবং পুলিশ কর্মী।

এর পরই বিশ্বজিৎবাবু তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে কলকাতায় দুর্নীতি দমন শাখায় ওই পুলিশ কর্মী এবং তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরেই ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। শুক্রবার ওই তৃণমূল নেতার বাড়িতে ৩ লক্ষ টাকা ঘুষ দেবেন বলে হাজির হন বিশ্বজিৎবাবু। সেখানে হাজির ছিলেন অভিযুক্ত এসআই অনুপ পাল। তক্কে তক্কে ছিলেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। ঘুষ  নেওয়ার সময় এসআই অনুপ পাল ও তৃণমূল নেতা শুভাশিস দেকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। শুক্রবার রাতেই ধৃত দু' জনকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে।
 

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ বানান লিখতে গিয়ে ভুল করেন!’ অরূপকে ধুয়ে দিলেন সুকান্ত
SIR West Bengal : শুনানিতে না গেলে কী হবে? চাঞ্চল্যকর মন্তব্য করল কমিশন!