লক্ষ্মীর পুজোর জলসায় তারস্বরে বাজছে মাইক, বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ

  • লক্ষ্মীপুজোর জলসায় তারস্বরে মাইক বাজছিল ক্লাবে
  • অনুরোধে কাজ না হওয়ায় পুলিশের খবর দেন স্থানীয়রা
  • ঘটনাস্থলে গেলে পুলিশকর্মীদের ক্লাব সদস্যরা মারধর করেন বলে অভিযোগ
  • ঘটনায় চারজন পুলিশকর্মী আহত হয়েছেন

কালীপুজো নয়, রাস্তার দু'দিকে লক্ষ্মী পুজোর উপলক্ষ্যে জলসা চলছে।  গভীর রাতে তারস্বরে বাজছে মাইক। মাইক বন্ধ করতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ।  ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচকে বাসুদেবপুর গ্রামে।  এদিকে পুলিশের বিরুদ্ধেও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর  ও কয়েকজনকে মারধরের পাল্টা অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বাসুদেব গ্রামে একশো মিটার দূরত্বে দুটি ক্লাব। দুটি ক্লাবে লক্ষ্মীপুজো হয়েছে রবিবার। মঙ্গলবার রাতে ছিল জলসা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে তারস্বরে মাইক বাজাচ্ছিলেন এলাকার কয়েকজন যুবক। শব্দের মাত্রা এতটাই বেশি ছিল,যে এলাকার বেশ কয়েকজন প্রবীণ নাগরিক অসুস্থ হয়ে পড়েন। অনেকে আবার অন্য জায়গায় চলে যেতে বাধ্য হন। শেষপর্যন্ত  ক্লাবে গিয়ে মাইকের শব্দ একটু কম করার জন্য অনুরোধ করেন এলাকার কয়েকজন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। এরপরই পুলিশের খবর দেওয়া হয়। গভীর রাতে যখন হলদিয়ার দুর্গাচকের বাসুদেবপুর গ্রামে পুলিশ পৌছয়, তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।  পুলিশ আধিকারিকদের দাবি, মাইক তো বন্ধ করেনইনি, উল্টে তাঁদের উপর চড়াও হয়ে মারধর করতে শুরু করেন ক্লাবের সদস্য। ঘটনায় চারজন পুলিশকর্মী আহতও হয়েছেন। 

Latest Videos

এদিকে আবার পুলিশকর্মীদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও মারধরের পাল্টা মারধরের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, রাতে মাইক বন্ধ করতে এসে এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালান পুলিশকর্মীরা। এমনকী, বেশ কয়েকজনকে মারধরও করা হয়। কিন্তু যাঁদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে বা মারধর করা হয়েছে, তাঁদের কেউ মাইক বাজানোর সঙ্গে যুক্ত নন। সকলেই বাড়ির দরজা আটকে ঘুমোচ্ছিলেন। ঘটনার জেরে বুধবার কালে উত্তপ্ত ছিল বাসুদেবপুর গ্রামে। 

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari