সিনেমা হলের মধ্যে বিশেষ ঘর, বনগাঁয় মধুচক্রের কারবার ফাঁস

Published : Aug 26, 2019, 04:14 PM IST
সিনেমা হলের মধ্যে বিশেষ ঘর, বনগাঁয় মধুচক্রের কারবার ফাঁস

সংক্ষিপ্ত

বনগাঁর বঙ্গশ্রী সিনেমা হলের ঘটনা হলের ভিতরে মধুচক্র চালানোর অভিযোগ আপত্তিকর অবস্থায় গ্রেফতার একাধিক পুরুষ এবং মহিলা

বাইরে থেকে লোকে জানতেন সিনেমা হল। কিন্তু তার মধ্যেই ছিল বিশেষ ঘরের ব্যবস্থা। আর তার মধ্যেই রমরমিয়ে চলত মধুচক্রের কারবার। অবশেষে পুলিশি হানায় ফাঁস হল সিনেমা হলের ভিতরে মধুচক্রের কারবার। 

রবিবার বনগাঁর বঙ্গশ্রী সিনেমা হলে আচমকা অভিযান চালিয়ে বেশ কয়েকজন মহিলা-সহ চোদ্দ জনকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ওই হলের মালিক পঙ্কজ মল্লিকও। তাঁর বাড়ির গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। এ দিনই ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই বঙ্গশ্রী হলে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল তাদের কাছে। বনগাঁ, গাইঘাটা, চাকদহ, গোপালনগর,বাগদা- সহ বিভিন্ন এলাকা থেকে মহিলা ও পুরুষদের ওই হলে আনাগোনা ছিল। সিনেমা দেখার নাম করে সেখানে 
মধুচক্র চালানো হত বলে অভিযোগ। তার জন্য হলের মধ্যেই একাধিক ছোট ছোট ঘর তৈরি করা হয়েছিল। চড়া দামে সেই সমস্ত ঘর ভাড়া দেওয়া হত পুরুষ এবং মহিলাদের। 

নির্দিষ্ট খবর পেয়ে রবিবার আচমকা ওই হলে হানা দেয় পুলিশ। সেখান থেকে আপত্তিকর অবস্থায় বেশ কয়েকজন পুরুষ এবং মহিলাকে গ্রেফতার করা হয়। ধরা পড়ে যান হল মালিক পঙ্কজও। 
 

PREV
click me!

Recommended Stories

৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না
Krishnanagar : মুখ্যমন্ত্রীকে দেখতে এসে সর্বনাশ! কৃষ্ণনগরের সভাতেই খোয়া গেল ৩ মহিলার সোনার হার