পাবজি গেম- এর জমজমাট টুর্নামেন্ট মেমারিতে, খবর পেয়েই বন্ধ করল পুলিশ

  • মেমারিতে পাবজি গেম- এর টুর্নামেন্ট
  • গেস্ট হাউস ভাড়া নিয়ে চলছিল প্রতিযোগিতা
  • খবর পেয়ে টুর্নামেন্ট বন্ধ করে দিল পুলিশ
     

debamoy ghosh | Published : Dec 22, 2019 4:31 PM IST

ক্রিকেট, ফুটবল বা ক্যারম নয়। শীতের সন্ধ্যায় জমিয়ে চলছিল পাবজি গেমের টুর্নামেন্ট। তাও আবার রীতিমতো গেষ্ট হাউস ভাড়া নিয়ে চলছিল খেলা। খবর পেয়ে অবশ্য জমজমাট টুর্নামেন্ট বন্ধ করে দিল পুলিশ। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে।

মেমারির ডিবিসি পাড়া এলাকায় একটি গেষ্ট হাউস ভাড়া নিয়ে পাবজি গেমের টুর্নামেন্ট -এর আসর বসিয়েছিল কয়েকজন যুবক। মাথাপিছু এন্ট্রি ফি ছিল ষাট টাকা করে। একটি দলে চারজন করে খেলতে পারবে। ফলে এন্ট্রি ফি বাবদ প্রতিটি দলকে ২৪০ টাকা করে দিতে হচ্ছিল। আর যে জিতবে তার জন্য পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল 15,000 টাকা। 

Latest Videos

সকাল থেকেই পাবজি গেমের এই আসর নিয়ে হৈচৈ পড়ে যায় । প্রতিযোগিতায় প্রায় চারশো জন অংশ নেন। টুর্নামেন্ট উপলক্ষে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল গেষ্ট হাউস।  মোবাইল হাতে যুবক যুবতীরা হাজির হন এই গেম খেলতে। টেবিল পেতে চলছিল খেলা।  

খবর পৌঁছতেই সেখানে হাজির হয় মেমারি থানার পুলিশ । পৌঁছেই টুর্নামেন্টে বন্ধ করে দেয় তারা। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়। এইভাবে পাবজি  টুর্নামেন্ট চালানো যায় কি না, পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024