দেবী বন্দনার পাশাপাশি পরিবেশ সচেতনতায় গুরুত্ব শিলিগুড়ির সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের

Published : Sep 18, 2019, 10:33 AM ISTUpdated : Sep 23, 2019, 02:57 PM IST
দেবী বন্দনার পাশাপাশি পরিবেশ সচেতনতায় গুরুত্ব  শিলিগুড়ির সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের

সংক্ষিপ্ত

৪০তম বর্ষে শিলিগুড়ির সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন ক্লাব থিম : জীবন চাইছে আরও বেশি পুজোর বাজেট সাড়ে নয় লক্ষ টাকা পরিবেশ ও সমাজ সচেতনতায় গুরুত্ব  

নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। ক্ষতি করছি প্রকৃতির। আগত ভবিষ্যত প্রজন্মকে  এক চরম অনিশ্চয়তার মধ্যে ঢেলে দিচ্ছি আমরা।  কিন্তু প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, এই সহজ কথাটাই আমরা ভুলতে বসেছি। আমাদের নির্বুদ্ধিতার কারণেই আজ ধ্বংসের মুখে প্রকৃতি। চাই মানুষের মধ্যে সচেতনতা। সেই বার্তাই নিজেদের পুজোর মধ্যে দিয়ে দিতে চেয়েছে শিলিগুড়ির সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন ক্লাব। এবার তাদের থিম  জীবন চাইছে আরও বেশি"। 

শিলিগুড়ির বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম এই সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের পুজো। দেখতে দেখতে চল্লিশ বছরে পদার্পণ করল এই পুজো। এবারের বাজেট সাড়ে নয় লক্ষ টাকা। বিগত বছরগুলির মত এবারও দর্শকেদর মন জেতার ব্যাপারে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

PREV
click me!

Recommended Stories

শীতকাল ২০২৫: সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নীলাভ আকাশ, এই পিকনিক স্পটে যাবেন?
মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি