অধ্যক্ষের বিরুদ্ধে কুরুচিকর আচরণের অভিযোগ, হাসপাতালে ভর্তি অধ্যাপিকা

Published : Oct 01, 2019, 06:18 PM IST
অধ্যক্ষের বিরুদ্ধে কুরুচিকর আচরণের অভিযোগ, হাসপাতালে ভর্তি অধ্যাপিকা

সংক্ষিপ্ত

অধ্যক্ষের অভব্য আচরণ হাসপাতালে ভর্তি অধ্যাপিকা অধ্যক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

১৫ বছর ধরে বসিরহাটের স্বরূপনগরের শহিদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ে পড়াচ্ছেন অধ্যাপকিা মাধবী সাহা। সম্প্রতি কলেজে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। এই সেমিনরা সম্পর্কে জানতেন না অধ্যক্ষ আশরাফ আলি মণ্ডল।  কলেজে সেমিনার আয়োজন করা হলেও সেটির সঙ্গে যুক্ত ছিলেন না মাধবীদবী। অভিযোগ, সেমিনারে মাধবী অংশ না নিলেও তাঁকে অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাদের সামনে অপমান করেন অধ্যক্ষ। দীর্ঘদিন কলেজের সঙ্গে যুক্ত থাকার পর এই ব্যবহারে অসুস্থ হয়ে পড়েন মাধবী দেবী। বর্তমানে বারসতের একটি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্বরূপনগরের শহিদ নুরুল ইসলাম কলেজের  ছাত্রছাত্রী  মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অধ্যক্ষের ব্যবহারে মর্মাহত  অধ্যাপক এবং অধ্যাপিকারাও। ইতিমধ্যে অধ্যক্ষের বিরুদ্ধে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছের অধ্যাপিকার স্বামীও। যদিও ঘটনার পর আর কলেজে আসেননি অভিযুক্ত অধ্যক্ষ আশরাফ আলি মণ্ডল। নিজের ফোনও বন্ধ করে রেখেছেন তিনি। 
 

PREV
click me!

Recommended Stories

আগ্নেয়াস্ত্র, কার্তুজ, জাল নোট-সহ মুর্শিদাবাদের বহরমপুরে ধৃত ৩ যুবক
স্থানীয়দের দাবি মেনে কার্শিয়াঙে হবে নতুন ফুটবল স্টেডিয়াম, উদ্যোগ জিটি-র