অসুরের গলায় মুখ্যমন্ত্রীর মুখ, বিজেপি প্রভাবিত পুজো ঘিরে বিতর্ক হাওড়ায়

  • হাওড়ার উলুবেড়িয়ার মনসাতলার ঘটনা
  • বিজেপি প্রভাবিত পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ
  • অসুরের গলায় মুখ্যমন্ত্রীর মুখ

অসুরের গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর এমন কাণ্ড ঘটিয়ে বিতর্কে জড়ালো হাওড়ার উলুবেড়িয়ার একটি পুজো কমিটি। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে অসুরের গলা থেকে সরানো হয় মুখ্যমন্ত্রীর ছবি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই পুজোটি বিজেপি প্রভাবিত। 

অসুরের গলায় মুখ্যমন্ত্রীর ছবি ঝুলিয়ে বিতর্কে জড়ানো এই পুজোটি হয় উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মনসাতলায়। ওই পুজোটি মূলত বিজেপি কর্মী, সমর্থকদের দ্বারা পরিচালিত বলেই দাবি তৃণমূলের। ষষ্ঠীর দিন সকালে স্থানীয় বাসিন্দারাই দেখেন, অসুরের গলায় মুখ্যমন্ত্রীর ছবি লাগানো রয়েছে। দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি কানে যায় তৃণমূল নেতৃত্বেরও। এর পরেই খবর যায় পুলিশে। মণ্ডপে এসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওই ছবি সরিয়ে দিতে বলে। এর পরেই অসুরের গলা থেকে সরানো হয় মুখ্যমন্ত্রীর মুখ। 

Latest Videos

বিষয়টি নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি। বিষয়টি নিয়ে লিখিত বিবৃতি দিয়েছেন বিধায়কের প্রচার সচিব মফিজুল হক।  সেখানে বিধায়কের বক্তব্য উল্লেখ করে  বলা হয়েছে, 'তিন দিনের মধ্যে পুজোর উদ্যোক্তাদের ক্ষমা চাইতে হবে। তা না হবে এমন মজা দেখাব, সারাজীবন মনে রাখবে।'

Share this article
click me!

Latest Videos

জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র
'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে সংঘাতের পর প্রতিক্রিয়া Abhijit Ganguly-র