দিল্লির লোটাস মন্দিরের আদলে সাজছে মালদহের বিশ্বনাথ স্মৃতি সংঘ

  • ৪৯ বছরে পদার্পণ করল এই পুজো
  • দিল্লির লোটাস মন্দিরের আদলে মণ্ডপ
  • দেবীর জন্য রয়েছে আলাদা থান
  • পুজোর পাশাপাশি চলে সামাজিক কর্মকাণ্ড
     

debojyoti AN | Published : Sep 21, 2019 10:36 AM IST / Updated: Sep 23 2019, 02:33 PM IST

শরতের নীল আকাশ আর সাদা কাশফুল জানান দিচ্ছে মা আসছেন। এক বছর পর বাপেরবাড়ি আসছেন উমা। আদরের মেয়েকে অর্ভ্যত্থনায় কোনও  ত্রুটি রাখতে চান না পুজো উদ্যোক্তারা। শহর, গ্রাম সবখানেই এখন চরম ব্যস্ততা। কলকাতা শহরের মত সেজে উঠছে জেলার পুজোগুলিও। মালদহ জেলায় চিত্রটাতেও কোনও বদল নেই। জেলার অন্যতম বড় পুজো হিসাবে পরিচিত বিশ্বনাথ স্মৃতি সংঘের পুজো।  পুজোর প্রস্তুতি ঘিরে চরম ব্যস্ততা উদ্যোক্তাদের মধ্যে।

দেখতে দেখতে ৪৯ বছরে পদাপর্ণ করল বিশ্বনাথ স্মৃতি সংঘের পুজো। মালদহের সেরা পুজোগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে এই ক্লাব। এবার দিল্লির বিখ্যাত লোটাস মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ। দেবীর জন্য রয়েছে আলাদা থান। সেখানেই রাখা হবে দেবীমূর্তি।

Share this article
click me!