রাজ্যজুড়ে জোড়া ঘূর্ণাবর্ত, আগামিকালও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি

Published : Oct 09, 2019, 09:39 AM IST
রাজ্যজুড়ে জোড়া ঘূর্ণাবর্ত,  আগামিকালও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি

সংক্ষিপ্ত

দশমীর সঙ্গে সঙ্গে রাজ্যে সঙ্গী হল বৃষ্টি।  ফলে মঙ্গলবারের জন্য যারা প্রতিমা বিসর্জন করতে পারেননি কপালে চিন্তার ভাঁজ বাড়ল তাঁদের। হাওয়া অফিস জানিয়েছে,বুধবারে রাজ্যজুড়ে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। 


দশমীর সঙ্গে সঙ্গে রাজ্যে সঙ্গী হল বৃষ্টি।  ফলে মঙ্গলবারের জন্য যারা প্রতিমা বিসর্জন করতে পারেননি কপালে চিন্তার ভাঁজ বাড়ল তাঁদের। হাওয়া অফিস জানিয়েছে,বুধবারে রাজ্যজুড়ে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।  

পুজোর পরও পিছু ছাড়ছে না বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা ও সংলগ্ন উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। একই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। জোড়া ঘূর্ণাাবর্তের প্রভাবে রাজ্য়ে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টা রাজ্যে জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এই বৃষ্টির থেকে বাদ পড়বে না কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। তবে পরিস্থিতির পরিবর্তন ঘটবে আগামী ২৪ ঘণ্টায়। এমনই জানিয়েছে হাওয়া অফিস।  আগামীকাল থেকে আবহাওয়া বদল হবে রাজ্যে। 

এদিকে দশমীর রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে গিয়েছে শহর কলকাতায়। শহরতলির গলিতে জল জমায় অনেক জায়গায় প্রতিমা নিরঞ্জনেও সমস্যা হবে বলে মনে করছেন পুজোর উদ্যোক্তারা। নিয়ম মেনে এদিনই প্রতিমা বিসর্জনের কথা বেশিরভাগ দুর্গাপুজো কমিটির। তবে কার্নিভালের আগে শহরের বেশিরভাগ বড় পুজোর মণ্ডপে দেখা যাবে দেবী দুর্গাকে। 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবীর, জানিয়ে দিলেন 'কেন' তিনি বিধায়ক পদ ছাড়বেন না