৮জনের জ্যান্ত পুড়ে মৃত্যু, প্রশ্ন শুনে তোতলালেন রামপুরহাটের বিধায়ক

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত এই বিষয়ে মুখে কুলুপ আঁটলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিষ্কার জানিয়ে দিলেন সিট গঠন হয়েছে, এলাকায় সিআইডি রয়েছে। 

গোটা দেশের নজর এখন বীরভূমের রামপুরহাটের দিকে। সোমবার রাত থেকে কার্যত জ্বলছে গোটা রামপুরহাট। সোমবার রাতে বোমা হামলায় রামপুরহাটের বরশাল পঞ্চায়েতের (Barshal Panchayat) উপপ্রধান ভাদু শেখ খুন হন। এরপরের এক ঘন্টায় ৭ থেকে ৮টি বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পুলিশের দাবি মোট ৮ জনের মৃত্যু হয়েছে। একটি বাড়ি থেকে ৭ জনের দেহ উদ্ধার হয়েছে, আর আহত একজনের পরে হাসপাতালে মৃত্যু হয়েছে। তবে, বেসরকারি মতে মৃতের সংখ্যা ১৩।

তবে ঘটনাস্থলের (Rampurhat) দিকে রওনা হওয়ার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত এই বিষয়ে মুখে কুলুপ আঁটলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পরিষ্কার জানিয়ে দিলেন সিট (SIT) গঠন হয়েছে, এলাকায় সিআইডি (CID) রয়েছে। তাদের রিপোর্ট (Report) না পেলে কিছুই বলা যাবে না। তবে বিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ব কার্যত উড়িয়ে দেন তিনি। জানিয়ে দেন গোটা বাংলাই তাঁদের। তাই এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও প্রশ্ন নেই। 

Latest Videos

আরও পড়ুন, রামপুরহাটে খুন তৃণমূলের উপপ্রধান, উদ্ধার একাধিক ঝলসানো দেহ, মমতার নির্দেশে ঘটনাস্থলে বিধায়ক

অন্যদিকে, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় রীতিমত হোঁচট খেলেন সাংবাদিকদের প্রশ্নের সামনে। তিনিও বিষয়টি সম্পর্কে বিশেষ কিছু জানেন না বলে দাবি করেন। সেখানে না গেলে তিনি এই নিয়ে কিছু বলতে পারবেন না বলেও মন্তব্য করেন। 

এদিকে, গোটা ঘটনায় রাজ্য সরকারের ব্যর্থতা ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মুখ খোলেন একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন সিট গঠন করার ইতিহাস রাজ্যে রয়েছে। গোটা ঘটনা ধামাচাপা দিতেই রাজ্য সরকার সিট গঠন করে। আনিস খানের মৃত্যুর ক্ষেত্রেও তা দেখা গিয়েছে। কিন্তু রামপুরহাটের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উচিত এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করা। এই রাজ্যে জনপ্রতিনিধিরাও সুরক্ষিত নন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তোলেন নওশাদ। 

আরও পড়ুন, 'রামপুরহাট মধ্যযুগীয় বর্বরতা', মমতার পদত্যাগের দাবিতে বিধানসভায় ওয়াকআউট বিজেপির

এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে সিপিএম। এরপরেই তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। আজ তৃণমূল তৃণমূলকে খুন করছে। এদিন রামপুরহাটের ঘটনার নৈতিক দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন মহম্মদ সেলিম। রাজ্যে রাজনৈতিক হিংসা ভাঁড়ার পূর্ণ হয়েছে বলে দাবি করেন তিনি। মহম্মদ সেলিম বলেন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সেটা মানুষকে বুঝতে হবে। পুলিশ সেখানে নিষ্ক্রীয় ভূমিকা পালন করেছে বলে দাবি তাঁর। 

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari