ডাকাতির উদ্দেশ্য়ে জড়ো হওয়া ৬ দুষ্কৃতী গ্রেফতার, ধৃতদের কাছ থেকে উদ্ধার ধারাল অস্ত্র

Published : Sep 02, 2020, 04:33 PM ISTUpdated : Sep 02, 2020, 06:29 PM IST
ডাকাতির উদ্দেশ্য়ে জড়ো হওয়া ৬ দুষ্কৃতী গ্রেফতার, ধৃতদের কাছ থেকে উদ্ধার ধারাল অস্ত্র

সংক্ষিপ্ত

বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ লোহার রড, হাঁসোয়া সহ গ্রেফতার ৬ দুষ্কৃতী গভীর রাতে ডাকাতির উদ্দেশ্য়ে জড়ো হয় দুষ্কৃতীরা আরও দুটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ   

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া- ড়সড় ডাকাতির ছক বানচাল করল নদিয়া জেলা পুলিশ। গভীর রাতে ডাকাতির উদ্দেশ্য়ে জড়ো হওয়া একদল দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারাল অস্ত্র। 

আরও পড়ুন-করোনা বিধি অমান্য করেই স্কুলে চলছে শিশুদের পরীক্ষা, কাঠগড়ায় বেসরকারি স্কুল

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েতের কাছে নিত্যানন্দপুরে ডাকাতির উদ্দেশ্য়ে জড়ো হয় দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর অভিযান চালায় নবদ্বীপ থানার পুলিশ। ৬ দুষ্কৃতী এক জায়গায় দাঁড়িয়ে চুরির পরিকল্পনা করার সময় তাদের হাতেনাতে ধরে পুলিশ। অভিযুক্তরা হল স্বপন মণ্ডল ওরফে সাদ্দাম, রিপন মণ্ডল, শ্য়ামল ডোম, সুশান্ত হালদার, শঙ্কর সরকার এবং শাহিদ শেখ। 

আরও পড়ুন-যত্রতত্র পড়ে গুলির খোল, বাড়িতে ভাঙচুর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাসনাবাদ

সূত্রের খবর, কালনা থেকে অ্যাম্বল্যান্সে করে চালক সহ চার দুষ্কৃতী নবদ্বীপ থানা এলাকায় জড়ো হয়েছিল। দুটি বাইকে করে আরও দুই দুষ্কৃতী একই জায়গায় পৌঁছায়। এরপরই নবদ্বীপ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাসুয়া, লোহার সহ অন্যান্য ধারাল অস্ত্র। ঘটনাস্থল পাওয়া অ্যাম্বল্যান্স ও দুটি বাইকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
 

PREV
click me!

Recommended Stories

শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন
Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ