বারাসাতে হইহই কান্ড, মাটি খুঁড়তেই বেরল আস্ত একটা সুড়ঙ্গ!

মনে করা হচ্ছে স্বাধীনতা সংগ্রামীরা এই সুড়ঙ্গ ব্যবহার করতে পারেন। দেশের স্বাধীনতা সংগ্রামে এর অবদান কতটা, তা বিশেষ পরীক্ষা নিরীক্ষার পরেই জানা যাবে, উন্মোচন হবে সুড়ঙ্গের বয়সও। 

উত্তর ২৪ পরগণার সদর শহর বারাসাত। এখানেই মাটি খুড়তেই বেরল আস্ত একটা সুড়ঙ্গ। ভূগর্ভস্থ এই সুড়ঙ্গের সন্ধান মিলতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। শহরের মাঝে এমন একটা সুড়ঙ্গের খোঁজ পেয়ে চোখ কপালে স্থানীয় প্রশাসনেরও।

কোথায় মিলল এই সুড়ঙ্গ

Latest Videos

বারাসাতের কে কে মিত্র রোডে বারাসাত কোর্টের একটি ভবন দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারাসাত কোর্টের তত্ত্বাবধানেই রয়েছে ওই ভবনটি। বেশ কয়েক দিন আগে স্বাস্থ্য দফতরের তরফে বাড়িটি ভাঙা হয়। বাড়িটির বেশ কিছুটা অংশ ভেঙে ফেলা হয়। এরপরই আদালতের হস্তক্ষেপে বেআইনিভাবে ওই বাড়ি ভাঙার অভিযোগে কাজ স্থগিত রাখা হয়। এই কাজ স্থগিত রাখার পরেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান, বাড়িটির ভাঙা অংশে সুড়ঙ্গে চিহ্ন রয়েছে। সেটা সন্ধান পেতেই বেড়িয়ে পড়ে ভূগর্ভস্থ সুড়ঙ্গ। 

স্থানীয় বাসিন্দাদের মনে এই সুড়ঙ্গ ঘিরেই এখন উঠছে নানা প্রশ্ন। সুড়ঙ্গটি বেশ প্রাচীন বলেই অনুমান করছেন স্থানীয়রা। কোন কাজে ব্যবহার করা হতে এটি, কারা ব্যবহার করত, কবে তৈরি করা হয়েছে এই সুড়ঙ্গ। এই সব প্রশ্নই এখন ভীড় করছে স্থানীয়দের মনে। অনেকের প্রশ্ন কী আছে এই সুড়ঙ্গের ভিতরে? ভূগর্ভস্থ এই সুড়ঙ্গ কতদূর বিস্তৃত? এই ধরনেরই নানা প্রশ্ন নিয়ে জল্পনা চলছে বারাসাত জুড়ে। এই বিষয়টি জানানো হয়েছে প্রশাসনকেও। 

বিশেষজ্ঞদের ধারণা প্রাচীন স্থাপত্যের নানা নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বারাসাত সহ জেলার বিভিন্ন প্রান্তে। অতীতে এই বারাসাত কোর্টেই একসময় কর্মরত ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লর্ড ওয়ারেন্ট হেস্টিংস এর বাড়িও রয়েছে বারাসাত কাছারি মাঠ সংলগ্ন এলাকায়। ইতিহাসের নানা নিদর্শন থাকলেও বর্তমানে বারাসাত জুড়ে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে সুড়ঙ্গ রহস্য। মনে করা হচ্ছে স্বাধীনতা সংগ্রামীরা এই সুড়ঙ্গ ব্যবহার করতে পারেন। দেশের স্বাধীনতা সংগ্রামে এর অবদান কতটা, তা বিশেষ পরীক্ষা নিরীক্ষার পরেই জানা যাবে, উন্মোচন হবে সুড়ঙ্গের বয়সও। 

আরও পড়ুন- ঠান্ডার জন্য নয়, এই বিশেষ কারণেই ভুলেও শীতকালে রাতের বেলা খাবেন না 'টকদই'

আরও পড়ুন- শালগ্রাম শিলার মধ্যেই রয়েছে ভগবান বিষ্ণু, এভাবে ঘরে রাখতে খুলে যাবে ভাগ্য

আরও পড়ুন- সাবধান! ভুলেও এইভাবে খাবার খাবেন না, পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেলেও বদ হজম হয়ে যাবে

তবে, প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন অপেক্ষা সময়ের, সরকারের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার পরই জানা যাবে এই সুড়ঙ্গের আসল রহস্য কী! জরাজীর্ণ বাড়িটির ভেতরে সুড়ঙ্গ পথ ঘিরে কৌতুহল দেখা দিয়েছে সকলের মধ্যে। বহু মানুষ ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন সুড়ঙ্গ দেখার আগ্রহ নিয়ে।

Share this article
click me!

Latest Videos

'এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে' Chinmoy Krishna Das-এর মুক্তির দাবীতে উত্তাল Kolkata
Bangladesh ইস্যুতে অবশেষে মুখ খুললেন Mamata Banejee, দেখুন কী বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
ফের চালু আমদানি রপ্তানি! অবশেষে স্বস্থির নিশ্বাস ফেললেন সীমান্ত বাণিজ্যিকরা | North 24 Parganas News
Rajesh Karla-র সঙ্গে বিশেষ আলোচনায় Sebastian Coe, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে