প্রবীণদের পুজোর স্পর্শ, গঙ্গাবক্ষে দক্ষিণেশ্বর যাত্রা

  • নিসঙ্গ জীবনযাত্রা থেকে খোলা হাওয়ার স্পর্শ।
  • পুজোর মাঝে প্রবীণদের জন্য সেই ব্য়বস্থাই করল চন্দননগর পুলিশ কমিশনারেট।
  • যার জেরে গঙ্গাবক্ষে ভ্রমণ করে দক্ষিণেশ্বর দর্শন করলেন প্রবীণ নাগরিকরা।   
     

নিসঙ্গ জীবনযাত্রা থেকে খোলা হাওয়ার স্পর্শ। পুজোর মাঝে প্রবীণদের জন্য সেই ব্যবস্থাই করল চন্দননগর পুলিশ কমিশনারেট। যার জেরে গঙ্গাবক্ষে ভ্রমণ করে দক্ষিণেশ্বর দর্শন করলেন প্রবীণ নাগরিকরা।   

নবমীর সকাল , মেঘলা আকাশ । এই মনোরম আবহাওয়ায় গঙ্গাবক্ষে ভ্রমণ। আর গন্তব্যস্থল যদি দক্ষিণেশ্বর মন্দির হয় তাহলে তো আর কথাই নেই । শহরের সিনিয়র সিটিজেনদের নিয়ে এদিন সকালে দুটি লঞ্চে করে সেই পরিকল্পনাকে রূপ দেয় চন্দননগর পুলিশ কমিশনারেট। চুচূড়া, চন্দননগর, ভদ্রেশ্বর , শ্রীরামপুর , রিষড়া, উত্তরপাড়া এবং ডানকুনি। কমিশনারেটের অধীনে থাকা এই থানাগুলির প্রত্যেক এলাকা থেকে বেশকিছু প্রবীণ নাগরিক  এদিন দক্ষিণেশ্বর ভ্রমণে অংশগ্রহণ করেন ।

Latest Videos

গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য এদিন চন্দননগর এবং শ্রীরামপুর থেকে দুটি লঞ্চ ছাড়ে । কমিশনার হুমায়ুন কবীর জানান , ভ্রমণার্থীদের জন্য  দক্ষিণেশ্বরে ভোগের ব্যবস্থাও করা হয়েছে । তাঁরা যাতে পুজোয় একটু আনন্দ পান তার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে ।  মাসখানেক আগে স্পর্শ নামে একটি অ্যাপ চালু করেছিলেন হুমায়ুন কবীর । মূলত যে সমস্ত প্রবীণ নাগরিক নিঃসঙ্গ জীবন কাটান , তাঁদের সুরক্ষিত রাখতেই এই প্রকল্প । সেই পরিকল্পনারই বাস্তবায়নে এই উদ্যোগ নিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |