বাড়িতে মা নেই, সুযোগ বুঝে লুডো খেলার ছলে ৫ বছরের শিশুর যৌন হেনস্থা যুবকের

Published : Jun 29, 2021, 05:18 PM IST
বাড়িতে মা নেই, সুযোগ বুঝে লুডো খেলার ছলে ৫ বছরের শিশুর যৌন হেনস্থা যুবকের

সংক্ষিপ্ত

৫ বছরের শিশুর যৌন নির্যাতনের ঘটনা এক যুবককে গ্রেফতার করলো পুলিশ অভিযুক্ত ওই গ্রামেরই বাসিন্দা লুডো খেলার ছলে চলে নির্যাতন 

৫ বছরের শিশুর যৌন নির্যাতনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করলো পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। ঝালদা থানার কর্মাডি গ্রামের বাসিন্দা ভগবান মাহাতো। পেশায় ট্রাক্টর চালক। তার ৫ বছরের মেয়েকে যৌন নির্যাতন করে ঐ গ্রামের বাসিন্দা অম্বির মাহাতো বলে অভিযোগ। ঘটনা ২২শে জুনের। 

ওই দিন বিকেল বেলায় গরু চড়াতে যাবার সময় বৃষ্টি পড়ে। সেই সময় ভগবান মাহাতোর বাড়ীতে আশ্রয় নেয় অভিযুক্ত যুবক অম্বির মাহাতো, বয়স (২১)। ভগবান বাবুর স্ত্রী সেই সময় জঙ্গলে গরু আনতে যায়। বাড়ীতে এসে দেখে অভিযুক্ত যুবক ৫ বছরের শিশুকে কোলে নিয়ে লুডো খেলাচ্ছে। কিছুক্ষন পরে অম্বির বাড়ী চলে যায়। 

এরপরেই শিশুটি কান্নাকাটি করতে শুরু করে, এমনকী খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। গত ২৫ তারিখ ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিশুটিকে নিয়ে চিকিৎসা করাতে যায়। তারপরেই সব ঘটনা সামনে আসে। হাসপাতাল থেকে তাদের ঝালদা থানায় পাঠানো হয়। সেখানেই লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা ভগবান মাহাতো। 

সোমবার বিকেলে অভিযুক্ত অম্বির মাহাতোকে ঝালদা থানার পুলিশ গ্রেফতার করে। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনের ছয় ধারায় মামলা করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত।  

PREV
click me!

Recommended Stories

"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র
'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার