লকডাউনে পুর কর জমা করলে বিশেষ ছাড়, বড় ঘোষণা শিলিগুড়ির মেয়রের

  • লকডাউন পৌর কর জমায়  ছাড় মিলবে সুদে
  •  এই ঘোষণা করেছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য
  • আগামী জুন পর্যন্ত চালু থাকবে  এই স্কিম
  •  

লকডাউন পিরিয়ডে পৌর কর জমা করলেই ছাড় মিলবে সুদে। শনিবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, এই লকডাউন পিরিয়ডে বকেয়া পৌর কর জমা করলেই সুদ মুকুব করা হবে পুরোপুরিভাবে। আগামী জুন মাস অবধি এই সুবিধা পাবেন আমজনতা৷ 

লকডাউন পিরিয়ডে আয় সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরনিগম কতৃপক্ষ। মেয়র জানিয়েছেন, চলতি মাসের ২০ তারিখ থেকে পৌর কর জমা নেওয়ার কাজ শুরু হবে। একইসঙ্গে চলবে মিউটেশনের কাজও। সেক্ষেত্রেও শহরবাসী বিশেষ ছাড় পাবেন এই লকডাউন পিরিয়ডে। 

Latest Videos

পুর আয় সুনিশ্চিত করতেই সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে চিঠি করেছিলেন মেয়র অশোক ভট্টাচার্য। একইসঙ্গে ফোন মাধ্যমেও যোগাযোগ করেন তিনি। মন্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি প্রধান সচিবের সঙ্গেও কথা বলেন। অন্যদিকে, এ বিষয়ে পুরনিগমের অন্দরেই মেয়র পারিষদদের নিয়েও বৈঠক সেরেছে মেয়র।

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News