ভিত খুঁড়তে গিয়ে ভীতি, নাকাশিপাড়ায় কঙ্কাল উদ্ধার

Published : Oct 10, 2019, 06:31 PM IST
ভিত খুঁড়তে গিয়ে ভীতি, নাকাশিপাড়ায় কঙ্কাল উদ্ধার

সংক্ষিপ্ত

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিত খোঁড়ার সময় কঙ্কাল উদ্ধার কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়। ভিত খুঁড়তে গিয়ে মাটির তলা থেকে তিনটি কঙ্কালের মাথা উদ্ধার

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিত খোঁড়ার সময় কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত নাগাদি এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির কাজ শুরু হয়। সেই সময় ভিত খুঁড়তে গিয়ে মাটির তলা থেকে তিনটি কঙ্কালের মাথা দেখতে পান নির্মাণ শ্রমিকরা। পরে তারা ওই মাথাগুলো আবার পুঁতে দেন জমিতে। 

ঘটনার তদন্তে আজ সকালে এলাকায় আসে পুলিশ। ইতিমধ্যেই নাকাশিপাড়া থানার পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। তবে আগামিকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় খুঁড়ে দেখা হবে এলাকা। এদিকে,কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি এলাকাবাসীরা। পুলিসের অনুমান, অতীতে কবরস্থান থাকতে পারে ওই এলকায়। সেকারণেও ওই এলাকা থেকে কঙ্কাল উদ্ধার হয়ে থাকতে পারে। তবে কাউকে গুম করে ওখানে এনে পোঁতা হয়েছে কিনা তাও খতিয়ে দেখতে পুলিশ।  সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

PREV
click me!

Recommended Stories

শান্তিনিকেতনে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন
SIR News: SIR মেয়াদ শেষের পরও হাকিমপুরে বাংলাদেশিদের ঢল! BSF-এর কাছে ৪৫ বাংলাদেশির আত্মসমর্পণ