অন্যায়কে কখনই প্রশ্রয় নয়, বেআইনি কাজের জন্য পিএ-কে পুলিশের হাতে দিলেন সোহম

তারকা-বিধায়ক সোহম চক্রবর্তীর পার্সোনাল অ্যাসিস্টেন্ট সজল মুখোপাধ্যায়। সোহমের অনুপস্থিতিতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকার মানুষদের সঙ্গে আর্থিক প্রতারণা করতেন। সোহমের নাম নিয়েই চলত আর্থিক প্রতারণা। ঘটনা জানতে পেরে পিএ-কে পুলিশের হাতে দিলেন সোহম। 
 

অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের পার্সোনাল অ্যাসিস্টেন্টকেও মোটেই ছাড় দিলেন না তারকা বিধায়ক (TMC) সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তাঁর এই সসতার পরিচয় পেয়ে খুশি হয়েছেন সোহম অনুরাগীরা। প্রসঙ্গত, দিনের পর দিন তারকা -বিধায়কের নাম করে লোকের সঙ্গে প্রতারণা করছিলেন তার পার্সোনাল অ্যাসিস্টেন্ট (PA)। এই বিষয় কানাঘুষো শুনছিলেন যে, তাঁর নাম করে আর্থিক প্রতারণা করছেন তিনি। এই ধরনের বেআইনি কাজের সঙ্গে লিপ্ত থাকার আভাস পাওয়ার পরও সঠিক প্রমান না থাকার দরুণ সোহম সেভাবে কোনও চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে পারছিলেন না। কিন্তু যে মুহূর্তে সেই প্রমান হাতে এসেছে তারপর বিন্দুমাত্র দেরি করেন নি তিনি। নিজে পুলিশের কাছে গিয়ে তাঁর পার্সোনাল অ্যাসিস্টেন্ট সজল মুখোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার (Chandipur)পুলিশ গ্রেপ্তার করে সজল মুখোপাধ্যায় নামে সোহমের (Soham Chakrabarty) পার্সোনাল অ্যাসিস্টেন্টকে (PA)। 

পার্সোনাল অ্যাসিস্টেন্ট সজল মুখোপাধ্যায়ের নামে এই ধরনের অভিযোগের কথা কানে পৌঁছয় সোহমের। নিজের বিধানসভা কেন্দ্র চণ্ডীপুরের কাজ সামলে তিনি বেশিরভাগ সময় কলকাতায় থাকতেন। সেখানকার বাকি কাজকর্ম দেখভালের ভার ছিল সজলের উপর। তারকা বিধায়কের অনুপস্থিতির সুযোগেই সজল এসব বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক প্রতারণা শুরু করেন। সোহম সমস্ত অভিযোগের কথা শুনেছিলেন ঠিকই  কিন্তু সঠিক প্রমাণ পাননি বলে এতদিন পুলিশের দ্বারস্থ হতে পারেন নি। তবে সজলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার প্রমাণ পেতেই তিনি চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সোমবার সন্ধেবেলা এলাকা থেকে সজলকে গ্রেপ্তার করে। পরে সোহম নিজে একটি ভিডিও বার্তায় গোটা ঘটনাটি জানিয়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সোহম ভক্তরা। 

Latest Videos

আরও পড়ুন-Bengali Movie Harmanahar: মাঝে কয়েক বছরের বিরতি, আবারও পর্দায় ফিরছে সোহম পায়েল জুটি

আরও পড়ুন-Bengali Film: পর্দায় শুরু সোহম-সুস্মিতার 'পাকা দেখা', হাজির সুমন্ত-দোলন

আরও পড়ুন-ভোটে জয়ী হয়েই প্রিয়জনকে হারালেন সোহম, আত্মঘাতী হওয়ার খবরে ভেঙে পড়লেন অভিনেতা

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর (Chandipur) কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। তারপর নিজের পার্সোনাল অ্যাসিস্টেন্ট হিসাবে নিয়োগ করেন হুগলির কোন্নগরের বাসিন্দা সজল মুখোপাধ্যায়কে। মাস কয়েক ধরেই তিনি পার্সোনাল অ্যাসিস্টেন্টের পদে কাজ করছিলেন।  তার মাঝেই বিভিন্ন সময় সোহমের নাম করে নানান রকম প্রক্যাশা দেখিয়ে যেমন-কোনও কাজ দ্রুত করিয়ে দেওয়া হবে কিংবা কাউকে কোনও পদ পাইয়ে দেবেন এই রকম আশ্বাস দিয়ে মোটা আর্থিক প্রতারণা শুরু করেছিলেন। 

Share this article
click me!

Latest Videos

হিন্দুনেতা Chinmay Krishna Das-এর গ্রেফতারি, বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা Suvendu-র
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
‘ঠিক সময়ে না জাগলে Bangladesh-এর হিন্দুদের মতো অবস্থা হবে আমাদের’ সনাতনীদের বার্তা Sukanta-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar