বাবার সঙ্গে বচসা, উত্তেজিত হয়ে নৃশংস কাণ্ড ঘটাল ছেলে

Published : Jun 19, 2019, 06:04 PM IST
বাবার সঙ্গে বচসা, উত্তেজিত হয়ে নৃশংস কাণ্ড ঘটাল ছেলে

সংক্ষিপ্ত

মালদহের গাজোল থানা এলাকার ঘটনা ছেলের হাতে খুন বাবা ঘটনার পর পলাতক ছেলে

পারিবারিক অশান্তির জের। নিজের বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে খুন করল ছেলে। নৃশংস এই ঘটনটি ঘটেছে মালদহের গাজোলে। মৃতের নাম সুফল কিস্কু (৫০)। 

স্থানীয় সূত্রের খবর, সুফলবাবুর সঙ্গে তাঁর স্ত্রী উর্মিলাদেবীর বচসা বাঁধে। দু' জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। অভিযোগ, সেই সময় দু' জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। এই সময় বাড়ি ফিরে ছেলে পরিমলও বাবার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসার জেরে উত্তেজিত হয়ে পরিমল এক সময়ে তাঁর বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুফল কিস্কুর। বিপদ বুঝে গা ঢাকা দেয় অভিযুক্ত পরিমল।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 
 

PREV
click me!

Recommended Stories

নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা
ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন, ২৫ বছরের কারাদণ্ড