'বাংলাকে গুজরাট বানাবে বিজেপি', রাজ্য়ে চাকরির প্রসঙ্গ তুলে বিস্ফোরক দিলীপ

Published : Nov 16, 2020, 11:50 AM IST
'বাংলাকে গুজরাট বানাবে বিজেপি', রাজ্য়ে চাকরির প্রসঙ্গ তুলে বিস্ফোরক দিলীপ

সংক্ষিপ্ত

 রাজ্য়বাসীকে চাকরি পেতে আর বাইরে ছুটতে হবে না  সেই জন্য বাংলাকেই  সরাসরি গুজরাট বানাবে বিজেপি   গোটা বংলা জুড়ে দাঙ্গার রাজনীতি করছে তৃণমূল   আলকায়দার জঙ্গিও ঘাটি বানিয়েছে,  অভিযোগ তাঁর 

'বাংলাকে গুজরাট বানাবে বিজেপি', বারাসাতে কর্মসূচি থেকে এমনটাই দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্য কোথাও যাতে রাজ্য়বাসীকে চাকরি পেতে ছুটতে না হয়, সেজন্য বাংলাকে গুজরাট বানাবে বিজেপি। 

আমফানে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য আবার টাকা দিচ্ছে কেন্দ্র


বারাসাতে কর্মসূচি থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, টাটারা ফিরে গেছেন, আর অন্য কাউকে ফিরতে দেওয়া হবে না। ভাইফোঁটার দিনে সকালে বারাসতে এসে রাজ্য়ের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে রাজ্যে কোনও পরিবর্তন হয়নি। কেন্দ্র কৃষকের জন্য প্রকল্প নিয়েছে। সারা দেশের কৃষ্ণক সেই প্রকল্পের সুযোগ পাচ্ছে। বাদ পড়ছে রাজ্যের কৃষকরা। তিনি দাবি করেছেন, আমফানে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য আবার টাকা দিচ্ছে কেন্দ্র। তবে সেটা মানুষের কাছে পৌছবে কিনা, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

'আলকায়দার জঙ্গি ঘাটিও বাংলায় '

 প্রসঙ্গত, বারাসাতের কলোনী মোড়ে চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি আরও অভিযোগ জানান, গোটা বংলা জুড়ে দাঙ্গার রাজনীতি করছে তৃণমূল। আলকায়দার জঙ্গিও ঘাটি বানিয়েছে বাংলায় বলে অভিযোগ  করেন তিনি।

PREV
click me!

Recommended Stories

'এবার আমরা দু'জন মিলে খেলব' কাকে নিশানা করে বললেন মিঠুন? দেখুন | Mithun Chakraborty BJP | TMC | News
Mithun Chakraborty : 'এবার আমরা দু'জন মিলে খেলব' কাকে নিশানা করে বললেন মিঠুন? দেখুন